শাহরিয়ার খাঁন কৌশিক ॥চাঁদপুর শহরের ট্রাক ঘাটে চাল ট্রাকে লোড করতে গিয়ে ২শ বস্তা চাল সহ ট্রাক ডাকাতিয়া নদীতে নিম্মজিত হয়েছে। এ ঘটনায় চালক সহ ৩জন নিহত ও ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।শনিবার রাত সাড়ে ৮টায় ট্রাকঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিসের ডুবরি দল ডাকাতিয়ার তলদেশে ট্রাকের ভিতরে চালের বস্তার নিচ থেকে ট্রাক ড্রাইভার মোস্তফা (৫০) ও শ্রমিক আলাউদ্দিন (২৫) কে মৃত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসে।
ঘটনার বিবরনে জানা যায়, সোহেল ট্রান্সপোর্টের কুমিল্লা-ট ৬৪৩৪ একটি ডিস্ট্রিক ট্রাকে ডাকাতিয়ার নদীর পাড়ে নোঙ্গর করা একটি চালের স্টীল বডি ট্রলার থেকে ২শ বস্তা চাল শ্রমিকরা গাড়িতে লোড করে। এসময় ট্রাক চালকের উদাসিনতা ও দায়িত্ব্যহীনতার কারনে ট্রাকের চাকায় জুগান না দেওয়ায় ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে চাল সহ পিছনের দিকে হেলে গিয়ে নদীতে পরে। এসময় ট্রাক চালক শহরেরর মধ্য গুনরাজদির মিছির আলীর পুত্র মোস্তফা, শ্রমিক ভোলা চর ফ্যাশনের জাহাঙ্গীরের ছেলে আলাউদ্দিন সহ আরো ২ শ্রমিক পিছনে চাল গননায় ব্যস্ত থাকে । ট্রাকটি পিছনের দিকে আসার সাথে সাথে দ্রুত চালক সহ ৬জন নদীতে পরে যায়। এসময় গাড়ির শ্রমিক নয়ন (২৮), নুরুইসলাম(২৭) ও কাশেম (৩৫) কে আহত অবস্থায় অনান্য শ্রমিকরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ট্রাক পরে যাওয়ার মুহূর্তে গাড়ি থেকে সটকে পড়ে আহত হয় তার পিছনে তাদের গায়ে চাল ভর্তি ট্রাকটি উপরে পরে। ঘটনার পর পরই গাড়ি নদীতে পরার শব্দ শুনে ট্রাক ঘাটের অনান্য গাড়ি চালক ও হেলপাররা ডাক চিৎকার করলে শত শত মানুষ ঘটনাস্থলে ছুটে আসে। ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে স্থানীয়রা উদ্ধার কাজে সহযোগীতা করে। এদিকে ঘটনার পরপরই উদ্ধার কাজের জন্য ফায়ার সার্ভিসকে খবর দিলে প্রায় পোনে ১ ঘন্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে বলে অভিযোগ করেন এলাকাবাসী। লাশ উদ্ধারের পর পরই স্থানীয়রা নিহত মোস্তফা ও আলাউদ্দিনকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত্য বরৈ ঘোষনা করে। এসময় হাসপাতাল প্রাঙ্গনে নিহতদের স্বজনদের কান্না আহাজারিতে আকাশ ভাড়ি হয়ে ওঠে। শেষ খবর পাওয়া পর্যন্ত নদীতে চাল ভর্তি ট্রাকের সাথে নিম্মজিত ৩ জনের মধ্যে ২ জনের মৃত দেহ উদ্ধার হলেও বাকি ১ জনের লাশ এখনও উদ্ধার করা চেষ্টা চলছে বলে জানা গেছে।