নিজস্ব প্রতিবেদক ॥ চাঁদপুর নৌ-টার্মিনাল এলাকায় ডাকাতিয়া নদী থেকে শুক্রবার সকালে মো. কামরুল হাসান জামাল (৩২) নামের যুবকের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। তাঁর বাড়ী জেলার ফরিদগঞ্জ উপজেলার কালিরবাজার হর্ণি গ্রামে। তার পিতা মো. শাহ আলম মৃধা। সে মারামারি ঘটনার প্রধান আসামী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকাল ৯টায় নৌ-টার্মিনাল এলাকায় ডাকাতিয়া নদীতে লাশ ভাসতে দেখে। নৌ-টামির্নাল এলাকার লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
মডেল থানার উপ-পরিদর্শক হামিদুল হক জানান: ফরিদগঞ্জ থানা পুলিশ সূত্রে জানতে পেরেছে নিহত জামাল স্থানীয় মারামারির ঘটনায় ১নং আসামী। বৃহস্পতিবার দিবাগত রাতে লঞ্চে পালিয়ে ঢাকায় যাওয়ার পথে নৌ-টার্মিনাল এলাকায় বাদী পক্ষের লোকদের সাথে দস্তাদস্তি হয়। এক পর্যায়ে সে পানিতে লাফিয়ে পড়ে। পরে রাতে তার কোন খোঁজ না পাওয়া গেলেও সকালে লাশ নদীতে ভেসে উঠে।
পুলিশ আরো জানায়, রাতে লঞ্চে মারামারির ঘটনায় তার সাথে আরো ২ আসামী ছিলো। এর মধ্যে একজন পালিয়ে যায়। অপর আসামী নুরুল আমিন (২৫) কে বাদী পক্ষের লোকজন চাঁদপুর মডেল থানার মাধ্যমে ফরিদগঞ্জ থানায় প্রেরণ করা হয়।
উল্লেখ্য, গত ১৯ মে ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম সাহেবগঞ্জ এলাকায় মাদক বিক্রিতে বাঁধা দিলে ইউপি মেম্বার ফিরোজকে উল্লেখিত জামাল, সাইফুল ও নুরুল আমিনসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে বেধম মারধর করে। মুমুর্ষ অবস্থায় তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে অবস্থার অবনতি দেখে ঢাকায় প্রেরণ করা হয়। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করে ফিরোজের স্বজনরা। সেই মামলার প্রধান আসামী নদী থেকে লাশ উত্তোলনকরা জামাল।
শিরোনাম:
শনিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।