শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর শহরের ট্রাক ঘাটে চাল ট্রাকে লোড করতে গিয়ে ট্রাক ডাকাতিয়া নদীতে নিম্মজিত হয়ে নিহত ২ জনের দাফন সম্পন্ন হয়েছে।এসময় নিহতদের স্বজনের আহাজারিতে পরিবেশ ভাড়ি হয়ে ওঠে। রবিবার সকালে ডাকাতিয়া নদী থেকে নিম্মজিত হওয়া ট্রাকটি অন্য ট্রাকের সহযোগিতায় ও চেইন কপ্পা লাগিয়ে উদ্ধার করতে সক্ষম হয়। এসময় স্থানীয় ডুবরিদের সহযোগীতায় ডাকাতিয়া নদী থেকে চাল ভর্তি বস্তা উত্তোলন করা হয়। চাঁদপুরে এ প্রথম ট্রাক ঘাট এলাকায় মাল লোড করতে গিয়ে ট্রাক নদীতে পরে চালক সহ ২ জনের নিহত হওয়ার ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক মধ্য গুনরাজদীর মোস্তফা ও শ্রমিক ভোলা চর ফ্যাশনের আলাউদ্দিনের জানাযা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। ট্রাক নদীতে পরার ঘটনায় মালিক পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি গুনতে হয়েছে।
এ ব্যপারে সোহেল ট্রান্সপোর্টের মালিক জানায়, পুরানবাজার থেকে ট্রলার যোগে ১১২ বস্তা চাল ট্রাকঘাট এনে ট্রাকে লোড করে রায়পুর নেওয়ার উদ্দেশ্যে রওনা হবার কথা ছিলো। চাল লোড করা শেষ হবার পর ট্রাক পিছোনে গিয়ে নদীতে পরে। নদীতে ট্রাক নিম্মজিত হওয়ার ঘটনায় প্রানহানী সহ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ডুবড়ি দিয়ে নিম্মজিত ১১২ বস্তা চাল উদ্ধার করা হচ্ছে। পানিতে ভিজে চাল নষ্ট হয়ে গেছে। এ চাল গো ও মুরগীর খাদ্য হিসেবে বিক্রি করতে হবে।
উল্লেখ্য, শনিবার রাত সাড়ে ৮টায় ট্রাকঘাট সংলগ্ন এলাকায় সোহেল ট্রান্সপোর্টের কুমিল্লা-ট ৬৪৩৪ একটি ডিস্ট্রিক ট্রাক ডাকাতিয়ার নদীর পাড়ে নোঙ্গর করা একটি চালের স্টীল বডি ট্রলার থেকে ১শ১২ বস্তা চাল শ্রমিকরা গাড়িতে লোড করে। এসময় ট্রাক চালকের উদাসিনতা ও দায়িত্ব্যহীনতার কারনে ট্রাকের চাকায় জুগান না দেওয়ায় ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে চাল সহ পিছনের দিকে হেলে গিয়ে নদীতে পরে। চাল সহ ট্রাকটি ডাকাতিয়া নদীতে নিম্মজিত হয়ে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। খবর পেয়ে চাঁদপুর উত্তর ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার ইকবাল হোসেনের নেতৃত্বে ২টি ইউনিট চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিসের ডুবরি দলের সদস্য আমিনুর রহমান,হুমায়ুন আহমেদ ও ফায়ার ম্যান খোকন মজুমদার ডাকাতিয়ার তলদেশে ট্রাকের ভিতরে চালের বস্তার নিচ থেকে ট্রাক ড্রাইভার মোস্তফা (৫০) ও শ্রমিক আলাউদ্দিন (২৫) কে মৃত অবস্থায় উদ্ধার করে।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।