শওকত আলী: স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম বলেছেন, মানব সেবায় নিয়োজিত থাকবেন অঙ্গিকার করেই চিকিৎসকরা কাজে যোগদান করেন। পরে আর তারা সেই আনুগত্য করছেন না। চিকিৎসকরা এখন অধিকাংশ ক্ষেত্রে অর্থের আনুগত্য করছেন। সেই কারনে সরকার অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগ দিতে পারছেন না।
রোববার (১ জানুয়ারী) বিকাল ৪টায় চাঁদপুর শহরের কুমিল্লা রোডস্থ চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের ইনডোর সার্ভিস সেবা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, স্বাস্থ্য সেবা মানুষের মানবাধিকার। এটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত নয়। কারন মৌলিক অধিকার হলে সরকারকে প্রত্যেক নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য সেবা শুধুমাত্র টাকা-পয়সার উপর নির্ভর করে না। স্বাস্থ্য সেবা নির্ভর করে যারা এর সাথে জড়িত চিকিৎসক ও নার্স তাদের মনমানসিকতার উপর।
স্বাস্থ্য সচিব বলেন, চাঁদপুরের মানুষ সব সময় সকল ভালো কাজে এগিয়ে আসেন। এই হাসপাতালটি ২৫ শয্যা দিয়ে সেবা শুরু হলেও একসময় এটি একটি বড় হাসপাতালে রূপান্তরিত হবে। আর এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সাধ্যমত সহযোগিতা করা হবে।
চাঁদপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ও জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাহাঙ্গীর আখন্দ সেলিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মো. সাইফুর রহমান, প্রতিষ্ঠিাতা সাধারণ সম্পাদক ডাঃ এম.এ. গফুর, সমিতির কার্যকরি কমিটির সদস্য ডাঃ একিউ রুহুল আমিন ও চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট সুবাস চন্দ্র রায়।
পরে স্বাস্থ্য সচিব ফিতা কেটে হাসপাতালের ইডোর সার্ভিস উদ্বোধন এবং হাসপাতাল পরিদর্শন করেন।