মিজানুর রহমান রানা,
চাঁদপুর ডিবি পুলিশের অভিযানে ২৭৫ বোতল ফেন্সিডিল ও ৩০০ পিচ ইয়াবাসহ হাজীগঞ্জের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী নারগিস বেগম (৩০) আটক হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ভোর ৭টার দিকে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম ও ডিবি পুলিশের উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম, ইসমাইল হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মাদক সম্রাজী নারগিস বেগমকে হাজীগঞ্জ উপজেলার টোরাগড় কাজী বাড়ি থেকে আটক করে। এ সময় তার ঘর তল্লাশি করে ২৭৫ বোতল ফেন্সিডিল ও ৩০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
জানা যায়, হাজীগঞ্জের কুখ্যাত মাদক সম্রাট দুলাল কাজী ও তার স্ত্রী মাদক সম্রাজ্ঞা নারগিস বেগম দীর্ঘদিন যাবত বেশ দাপটের সাথে হাজীগঞ্জসহ আশেপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। এরা বেশ মতাবান হওয়ায় ভয়ে এলাকার কেউ প্রতিবাদ করতে পারে না। প্রতিবাদ করতে এলে এরা দেশীয় অস্ত্রশস্ত্রসহ সাধারণ মানুষ ও পুলিশের ওপর আক্রমণ করে। গতকালও অভিযান চলাকালীন সময়েও নারগিস বেগম দা হাতে নিয়ে প্রশাসনের লোকজনদেরকে আক্রমণ করার চেষ্টা চালায়। ইতিপূর্বেও তার স্বামী মাদক সম্রাট দুলাল কাজী বেশ ক’বার হাজতবাস করেছে।
এ বিষয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম জানান, কুখ্যাত মাদক সম্রাট দুলাল কাজী ও স্ত্রী নারগিস বেগম দু’জন মিলে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। এরা এতোই প্রভাবশালী যে, তাদেরকে কেউ কিছু বলতে পারে না। আজ এদের আটকের মাধ্যমে এটাই প্রমাণিত হলো যে, কেউই আইনের ঊর্ধ্বে নয়। চাঁদপুর জেলাকে মাদকমুক্ত করতে পরবর্তীতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শিরোনাম:
শুক্রবার , ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১২ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।