স্টাফ রিপোর্টার
গত ৫ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় চাঁদপুর শহরের স্টেডিয়াম মার্কেটে চাঁদপুর ডেন্টালের উদ্বোধন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর ডেন্টাল প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ কবির হোসেন পাটওয়ারী, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ওরাল এন্ড ডেন্টাল সার্জন ডাঃ মোঃ সাইফ হাসান (আমান) ডেন্টিস্ট নুরুল আবছার খান (আবছার) ও চাঁদপুর ডেন্টালের ব্যবস্থাপক আবছার উদ্দিন সুজনসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মিজানুর রহমান।