চাঁদপুর নিউজ ডেস্ক=
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলন কচুয়া থানায় দায়ের করা তিন মামলায় গতকাল জামিন পেয়েছেন। দুপুরে তিনি চাঁদপুরের বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করেন।
এদিকে চাঁদপুরে থাকা অবস্থায় তার বিরুদ্ধে গুলশান থানায় গতকাল আরও একটি মামলা হয়েছে। বিস্ফোরক আইনের এ মামলায় উল্লেখ করা হয়, গতকাল পৌনে ৬টার দিকে মিলন গুলশান-১-এ জব্বার টাওয়ারের নিচে ফার্মার্স ব্যাংকে বোমা হামলা চালান। স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরের মালিকানাধীন ফার্মার্স ব্যাংকের ওই শাখার সিকিউরিটি ইনচার্জ ওবায়েদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। উল্লেখ্য, বর্তমান সরকারের সময়ে তার বিরুদ্ধে এ নিয়ে মামলার সংখ্যা দাঁড়াল ৩৫-এ।
চাঁদপুরের মামলার ঘটনায় ২৩ অক্টোবর মিলন হাইকোর্ট থেকে দুই সপ্তাহের জামিন লাভ করেন। মিলন তার জামিন মেয়াদের শেষ দিনে চাঁদপুরের আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। কচুয়া উপজেলা যুবদলের সহ-সভাপতি দেলোয়ার হোসেন দুলাল ১৭ অক্টোবর চাঁদপুর জেলা কারাগারের তত্ত্বাবধানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরই প্রতিবাদে উপজেলা বিএনপি ১৯ অক্টোবর কচুয়ায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। হরতালের সময় কয়েকটি স্থানে পিকেটারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ব্যাপারে পুলিশ মিলনকে এক নম্বর আসামি করে বিএনপির প্রায় দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা করে।
এদিকে মিলন আদালত থেকে বের হওয়ার পর পরই খবর পেয়ে বিপুলসংখ্যক পুলিশ তাকে গ্রেফতারের জন্য আদালত এলাকায় এসে ভিড় জমায়। কিন্তু তার আগেই মিলন আদালত চত্বর ত্যাগ করেন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৭ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।