প্রতিনিধি=
চাঁদপুর থেকে ঢাকাগামী লঞ্চ ও বাস শুক্রবার রাত থেকে বন্ধ রয়েছে। এতে করে ঢাকার উদ্দেশ্যে আসা যাত্রী সাধারণ লঞ্চঘাটে এসে চরম দূর্ভোগে পড়েছে। কী কারণে লঞ্চ ছাড়ছে না এমন তথ্য কিংবা মাইকিংও করা হয়নি বিএআইডাব্লিউটি-এর পক্ষ থেকে জানালেন অপেক্ষমান যাত্রীরা। তবে শুক্রবার রাতে নির্দিষ্ট সময়ের আগে কিছু লঞ্চ যাত্রী রেখেই ছেড়ে গেছে।
লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, ঘাট কর্তৃপক্ষ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেক লঞ্চকেই ঘাটে ভিড়তেও দেয়নি। চাঁদপুর থেকে ঢাকাগামী এমভি ময়ূর রাত সোয়া ১২টা ছাড়ার কথা থাকলেও তা নির্ধারিত যাত্রী না নিয়েই রাত ১১টায় ঘাট ছেড়ে চলে যায়। শনিবার সকাল সকাল সোয়া ৮টায় একই রুটে চলাচলকারী এমভি ঈগল ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা রাত সাড়ে ১২টায় কিছু সংখ্যক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে চাঁদপুর ত্যাগ করে।
তবে শনিবার দিনের বিভিন্ন সময়ে ঢাকা থেকে কয়েকটি লঞ্চ স্বল্প সংখ্যক যাত্রী নিয়ে চাঁদপুরে এসেছে। এছাড়া ঢাকা ছাড়া চাঁদপুর থেকে সকল আন্তঃজেলা বাস চলাচল স্বাভাবিক রয়েছে। ঈগলসহ কয়েকটি লঞ্চের চাঁদপুর ঘাটের মালিক প্রতিনিধি আলী আজগর বলেন, নাশকতার আশঙ্কায় যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করেই লঞ্চগুলো নির্দিষ্ট সময়ের আগে চাঁদপুর ঘাট ছেড়ে যায়।
নৌ-টার্মিনালের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানায়, ১৮দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়ার আজকের ‘মার্চ অফ ডেমোক্রেসি’তে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেয়। সরকার ও বিরোধীদলের মধ্যে রশি টানাটানিতে দেশে নৈরাজ্য সৃষ্টি হওয়ার আশাঙ্কা দেখা দিয়েছে। নৌ-যানের মালিকরা নাশকতা হওয়ার আশঙ্কায় তাদের যাত্রীবাহী লঞ্চে ছাড়তে সাহস পাচ্ছে না। আজকের পর থেকে সকল লঞ্চ চলাচল স্বাভাবিক হবে বলে তারা জানান।
চাঁদপুর (সদর) সহকারী পুলিশ সুপার সৈকত শাহীনের নেতৃত্বে ঘাটে পুলিশ মোতায়েন রয়েছে। রাতে যে সব লঞ্চগুলো ছেড়েছে, সেগুলোতে ব্যাপক তল্লাশী করে ছাড়া হয়। চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন, যাত্রীবেশে কেউ যাতে লঞ্চে নাশকতা করতে না পারে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায়। তবে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ জানিয়েছেন সকল যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
শিরোনাম:
শনিবার , ২২ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৮ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।