প্রতিনিধি
নতুন সময়সূচি নিয়ে ইচলী-চাঁদপুর-ঢাকা নৌরূটে চলছে এমভি রফরফ-১। ঈদের পর থেকে বিলাসবহুল এ লঞ্চটি চলাচল শুরু করেছে। জাহাজ মাস্টার হারুনুর রশিদ জানান, ইচলী থেকে রাত সাড়ে ১১টায়, চাঁদপুর ঘাট থেকে রাত ১টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। ঢাকা থেকে রফরফ-১ বিকেল সাড়ে ৩টায় চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। নতুন সময়সূচিতে লঞ্চ চলাচল শুরু করায় যাত্রী সাধারণের অনেকের জন্যই সুবিধা হয়েছে।
উল্লেখ্য, শিল্পপতি বারেক হাজীর মালিকানাধীন এমভি রফরফ-২ নামানোর পর রফরফ-১ এর সময়সূচিতে নতুন লঞ্চটি এখন যাতায়াত করছে। আগের রফরফ লঞ্চটিকে দেয়া হয় নতুন সময়সূচি।