শাহরিয়ার খাঁন কৌশিক ।। চাঁদপুর সদর উপজেলার ৩ নং কল্যাণপুর ইউনিয়নের দাসাদীতে গ্রামে বালু বোঝাই পিকঅ্যাপ ভ্যানের ধাক্কায় ২ জন হয়েছে।২৩ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় এই দুর্ঘটনায় ৪ নং ওয়ার্ডের ফেরদৌস তালুকদার(৪৫) নামে একজন পথচারী ঘটনা স্থলেই মারা যায়।অার ৭ নং ওয়ার্ডের তালুকদার বাড়ীর বিল্লাল খান(৪৫) নামের একজন গুরুতর অাহত হয়।
ঘটনার পরেই এলাকার শতশত লোক পথচারী নিহত হবার ঘটনায় প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।
জানা যায়,৩ নং কল্যাণপুর ইউনিয়নের কল্যাণদী গ্রামের ৭ নং ওয়ার্ডের ডাসাদী স্টিল ব্রিজ এর কাছে সকালে একটি বালু ভর্তি টিকিং কোম্পানির পিকঅ্যাপ ভ্যান(ঢাকা মেট্রো ন১৩-৪৮৫০) গাড়িটি হঠাৎ করে স্টিল ব্রিজের ওপর এসে নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে সজোরে ধাক্কা মারে।এসময় ঘটনাস্থলে ফেরদৌস তালুকদার নিহত হয় এবং অাহত অবস্থায় অপর জন বিল্লাল খানকে স্থানীয় ধরাধরি করে সদর হাসপাতালে এনে ভর্তি করায়।ঘটনার পরেই অদক্ষ গাড়ি চালক অাজীজ মিজির ছেলে ফরহাদ মিজি দৌড়ে পালিয়ে যায়।এদিকে গাড়ীর মালিক ডাসাদী বাজারের কুট্টি গাজী তার গাড়িটি নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধাওয়া দেয়।পরে পুলিশ ঘটনা স্থলে যায় এবং গাড়ি জব্দ করে ও নিহতের লাসটি ময়না তদন্তের জন্য থানায় নিয়ে অাসে।এ ঘটনার বিষয়ে ইউপি সদস্য মিজানুর রহমান জানায়,অদক্ষ চালকের কারনেই এই দুর্ঘটনা ঘটেছে।অামরা এর বিচার চাই এবং এই রকম দুর্ঘটনা থেকে সাধারন মানুষের নিরাপত্তা চাই।এদিকে এই ঘটনার জের ধরেই স্থানীয়রা সড়ক অবরোধ করে এবং দোষীদের শাস্তি কামানা করে।তবে বিক্ষুপ্ত জনতার কেউ কেউ এসময় অনেক গাড়ীর লাইসেন্স পরীক্ষা করে এবং লাইসেন্স না থাকা চালকদের মারধর করে গাড়ি ভাংচুর করে।
শিরোনাম:
মঙ্গলবার , ১৮ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৪ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।