চাঁদপুর: দেশের বিভিন্ন পত্রিকায় কর্মরত ও অসচ্ছল ২২ জন সাংবাদিককে ৫০ হাজার টাকা করে দিয়েছে তথ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মোলন কেন্দ্রে সাংবাদিকদের মধ্যে এই অনুদানের চেক বিতরণ করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
চেক প্রদান অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের সাংবাদিকরা আর্থিকভাবে অসচ্ছল হয়েও জীবনের ঝুঁকি নিয়ে জনগণের সেবা করে যাচ্ছেন। এ পেশাকে তারা নেশা হিসেবে বেছে নিয়েছেন ।
তথ্যমন্ত্রী বলেন, স্বৈরাচার, জঙ্গিবাদ, সামরিক শাসন আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সাংবাদিকরা সরব। এ কাজে দায়িত্ব পালনের সময় তাদের অনেকেই আহত-নিহত হচ্ছেন। সাংবাদিকদের ওপর সহিংস হামলা চালানো হচ্ছে।
প্রশাসনের মাধ্যমেও অনেকেই হেনস্তা হচ্ছেন। তার পরও ঝুঁকি নিয়ে সাংবাদিকরা কাজ করে যাচ্ছেন।
যেসব সাংবাদিক চেক পেয়েছেন তারা হলেন: দিনকাল পত্রিকার সাংবাদিক আবদুস সেলিম. হেদায়েতুল ইসলাম ও নজরুল ইসলাম; অসচ্ছল সাংবাদিক ইউছুব বাবলু, নিতাই পদ দাস, ইমরান আমিন, সেলিম শেখ; আমার দেশ পত্রিকার মনোয়ারা সুলতানা, ডেসটিনির দুলাল চন্দ্র দে, সাপ্তাহিক রোববারের খায়রুল আলম, চট্টগ্রামের দি লাইফ পত্রিকার তমাল চৌধুরী, চাঁদপুর দিগন্ত পত্রিকার নাজমুস সাদাত।
এ ছাড়া, সাংবাদিক ইউনিয়নের মাধ্যমে যাদের অনুদান দেওয়া হবে তারা হলেন: অসচ্ছল সাংবাদিক শওকত আনোয়ার, বাসসের আ জ ম সারোয়ার চৌধুরী, করতোয়ার মশিউর নেরু, ডেসটিনির দিলরুবা খানম, দৈনিক আজাদী পত্রিকার বশির আহমদ, বিএফইউজের সহসভাপতি বগুড়ার আবদুল মোত্তালিব মানিক, বিএফউইজের (বগুড়া) এইচ এম আক্তারুজ্জামান, দিনাজপুরের পল্লী বার্তার এইচ এম আবদুল বারী, দিনাজপুরের উত্তর বাংলার মোঃ শামিম রেজা, ময়মনসিংহের সাংবাদিক মোঃ নুরুল ইসলাম।
চেক বিতারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম, পিআইবির ডিজি দুলাল চন্দ্র বিশ্বাস, বাসসের এমডি ও বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, যুগ্ম মহাসচিব সাইফুল ইসলাম তালুকদার, ডিইউজের সভাপতি ওমর ফারুক, রিপোর্টার ইউনিটির সাবেক সভাপতি শওকত হোসেন বাদশা।