শিরোনাম:
রবিবার , ১৬ নভেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
স্টাফ রির্পোটার।। চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দেবপুর বাজারে সিএনজি স্কুটার দুর্ঘটনায় আল-আমিন (২২) নামের এক যুবক নিহত ও রাকিব সর্দার (১৮) সহ আরো ২ জন আহত হয়েছে।২২ মে মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল-আমিন কুমিল্লা জেলার লাকসাম উপজেলার কাকোইয়া গ্রামের আলী আক্কাছ মিয়ার ছেলে। আর আহত রাকিব দেবপুর গ্রামের আবুল খায়ের সর্দারের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, মঙ্গলবার দুপুরে তারা একটি সিএনজি স্কুটারে করে হাজীগঞ্জ থেকে চাঁদপুরের দিকে আসছিলো। সিএনজি স্কুটারটি দেবপুর বাজারে আসলে হঠাৎ স্কুটারটির এক্সেল ভেঙ্গে গিয়ে অন্য আরেকটি স্কুটারের সাথে সংঘর্ষ ঘটে। এতে স্কুটার থাকা আল-আমিন ও রাকিব গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এবং রাকিবের অবস্থা আশংকাজনক দেখে তার উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষনিক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। এছাড়াও এ ঘটনায় অন্যানারা কমবেশি আহত হয়েছে বলে জানা গেছে।
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
