চাঁদপুর শহরের নতুনবাজার-পুরানবাজার ব্রিজের পাশে সড়ক ও জনপদের জায়গায় অবৈধ ভাবে বেশ কয়েকটি দোকান নির্মান হয়েছে। সেই দোকান দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ি সংঘর্ষের আশংঙ্কা দেখা দিয়েছে। গত কয়েকদিন যাবত ব্রিজের নিচে রাস্তার পাশে ফুটপাতের উপরে কাঠ ও টিন দিয়ে ১৫ থেকে ২০টি দোকান নির্মান করতে দেখা গেছে। সেই দোকান দখল নিয়ে পূর্বের দখলদারদের সাথে দোকান নির্মানকারিদের বাকভিতন্ডা সৃস্টি হয়েছে। শীত আসার পূর্বেই চৌধুরী ঘাটের কতিপয় ব্যাবসায়িরা এভাবে অবৈধভাবে দোকান নির্মানের সকল কাজ ইতিমধ্যে শেষ করেছে।
শনিবার দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়, নতুনবাজার-পুরানবাজার ব্রিজের পাশে অথাৎ চৌধুরী মসজিদের সামনে থেকে পালবাজার পর্যন্ত ফুটপাতের রাস্তা দখল করে এই দোকান নির্মান করেছে। এতে করে পথচারীরাদের হাঁঠার জায়গা না থাকায় তাদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া রাস্তা সরু হওয়ায় ষ্ট্যান্ড রোড ও পালবাজারে প্রতিদিন রাস্তায় যানজোট লেগেই থাকে। গত কয়েকমাস পূর্বে এই সকল অবৈধ দেকানগুলো পৌরসভা কর্তপক্ষ উচ্ছেদ করার পরেও কতিপয় ব্যাবসায়ীরা আবারো পৌরসভার মৌখিক লীজ এনেছে এই দোহাই দিয়ে অবৈধ ভাবে আবারো দোকান নির্মান করেছে।
জানা যায়, চৌধুরি ঘাটের কলা আড়ৎদার ও কাচাঁ মালের ব্যাবসায়ী বেশ কয়েকজন ক্ষমতার প্রভাব খাটিয়ে আবারো সড়ক ও জনপদের জায়গায় অবৈধ ভাবে বেশ কয়েকটি দোকান নির্মান হয়েছে।এ ব্যাপারে সড়ক ও জনপদের কর্মকর্তারা জানায়, নতুনবাজার-পুরানবাজার ব্রিজের পাশে সকল জায়গা সড়ক ও জনপদের। এই জায়গায় অবৈধ ভাবে বেশ কয়েকটি দোকান নির্মান হয়েছে তা আমরা জানতে পেরেছি। তবে খুব সহসাই সেগুলো আবারো উচ্ছেদ করা হবে।