মোঃনাজমুল হাসান বাঁধন
চাঁদপুর নতুন বাজার ট্রাক ঘাট একটি গুরুত্বপূর্ণ সড়ক হিসেবে খুব পরিচিত । দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রতিদিন হাজার হাজার যানবাহন এই রাস্তাদিয়ে চলাচল করে।বিশেষ করে চাঁদপুরের ব্যবসাকে কেন্দ্র করে পন্য সামগ্রী সরবরাহে ব্যবহৃত ভারী যানবাহন প্রবেশের প্রধান গুরুত্বপূর্ণ সড়ক হিসেবে এটি ব্যাপক ব্যবহৃত হচ্ছে।এ ছাড়া প্রতি দিন হাজার হাজার স্কুল ও কলেজের পড়ুয়া ছাত্র ছাত্রি যাতায়াত করছে । প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে ট্রলার ও জাহাজস্টিমার যোগে আসা বিভিন্ন মালামাল এই ঘাট দিয়ে লোড এবং অান লোড করা হয়। এছাড়া তেল সরবরাহে যমুনা তেলের লরি ট্রাকগুলো নিয়মিত এই রাস্তা দিয়েই চলাচল করে। প্রতিদিন শহরের বিভিন্ন স্থান থেকে পৌর ভ্যানে করে আনা বর্জ্য আবর্জনা এই রাস্তার পাশে স্তূপ করে রাখা হয়। ফলে যানবাহন চলাচলে এক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। পাশাপাশি জনসাধারণের চলাচলেও সমস্যা ঘটছে। শুধু তাই নয় রাস্তা পাশে অনেক ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে যেখানে ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে নিতে নিয়মিত অনেক হিমশিম খাচ্ছে বলে জানায় ব্যবসায়িকরা। এসব বর্জ্য আবর্জনার ফলে যে কোনো ভয়াবহ রোগ ব্যাধি দেখা দিতে পারে। জানা যায়, সকাল থেকে সারাদিন ধাপে ধাপে পৌর ভ্যানে করে আবর্জনা এনে এখানে রাখা হয় এবং নিয়মিত ময়লা ফেলতে দেখা যাচ্ছে। এখানে ময়লা ফেলার কারনে পরিবেশ দুষিত হয়ে প্রতিদিন যাতায়াত করা ব্যাক্তিরা অসুস্থ্য হয়ে পরছে। এ বিষয়ে পৌরপ্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগীরা।