শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর নিউজে সংবাদ প্রকাশের পর চাঁদপুর সদর উপজেলার ৮ নং বাগাদি ইউনিয়নে ইভটিজিংকারী মাদক সম্রাট নাছির গাজী(২৮)কে আটক করেছে মডেল থানা পুলিশ। আজ শুক্রবার সন্ধায় মডেল থানার এসআই প্রতিভা রানী বর্ম্মন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে ইচলি থেকে আটক করে থানায় নিয়ে আসে।
ঘটনার বিবরনে জানা যায়, মধ্য ইচলীর আমানউল্লা গাজির ছেলে বখাটে নাছির গাজি বাগাদি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী শারমিন আক্তারকে ইভটিজিং করে। বাগাদির মাদক স¤্রাট নাছির গাজি স্কুল ছাত্রীকে ইভটিজিং করায় তার বাবা জামশেদ বেপারী বাদী হয়ে পুলিশ সুপার,মডেল থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর অভিযোগ দায়ের করেন। পুলিশ সুপার সামছুন্নাহার প্রথমে ডিবি পুলিশকে দায়িত্ব দেয়। পরে সেই ঘটনায় চাঁদপুর মডেল থানায় মামলা দয়ের করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রতিভা রানী বর্ম্মন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে প্রধান আসামী নাছির গাজিকে আটক করে।
এলাকাবাসি জানায়, আমানউল্লা গাজির ছেলে বখাটে নাছির গাজি এলাকায় ইয়াবা বিক্রী করে যুবসমাজ নষ্ট করে দেয়। এছাড়া সে এলাকায় অনেক স্কুল ছাত্রীদের সাথে ইভটিজিং করে। কয়েকদিন পূর্বে ইভটিজিং এর প্রতিবাদ করায় হান্নান গাজি(৩০) নামের এক যুবককে মোটর সাইকেলের ভিতর ইয়াবা দিয়ে ডিবি পুলিশ খবর দিয়ে এনে ধরিয়ে দেয়।সে সুযোগে ইভটিজিংকারী মধ্য ইচলীর আমান উল্লা গাজীর ছেলে বখাটে মাদক স¤্রাট তার সাঙ্গ বাঙ্গ চক্রদের সাথে নিয়ে আটকের ২ দিন পর ৩০ নবেম্বর সোমবার রাতে মুখোশ পরে ঐ বাড়িতে অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ব্যপক ভাংচুর করে। এসময় ঘরে থাকা হান্নান গাজীর মা জাহানারা বেগম (৫০) নানী ফুলমতি নেছা (৭০) তিন বোন লিজা আক্তার (১৫) লিপি (২৩) বৈশাখী (১২) ও বাবা প্যারালাইসড মুনছুর গাজী (৬৫) কে অস্ত্রের ভয় দেখিয়ে ঘরের ভিতরে থাকা ষ্টিলের আলমারি খুলে জমি বিক্রির দেড় লক্ষ টাকা, ৪ ভরি ২ আনা স্বর্ন লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় ২৪ ইন্সি কালার টিভি ও অনান্য আসাবাবপত্র ভাংচুর করে প্রাননাশের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় হান্নান গাজীর মা চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।