পুরানবাজারে ৪টি সেমাই কারখানায় ভ্রামম্যান আদালতের অভিযান ॥ ২০ হাজার টাকা জরিমানা আদায়
শাহরিয়ার খান কৌশিক ॥ অনলাইন চাঁদপুর নিউজে পুরানবাজারে ভেজাল ও নোংরা পরিবেশে সেমাই তৈরীর সংবাদ প্রকাশের পর ভ্রাম্যমান আদালত পুরানবাজারের ৪টি সেমাই কারখানায় অভিযান পরিচালনা করেছেন। এসময় মাস্ক,ইউনিয়রম না পড়ায় ,নোংরা পরিবেশে সেমাই তৈরী ও নিন্মমানের তেলে সেমাই ভাজার অপরাধে সর্তকতা মূলক পুরানবাজারের ৪টি সেমাই কারখানা থেকে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় অনিয়মগুলো পরিত্যাগ করে ব্যবসা পরিচালনা করতে ব্যবসায়িদের অনুরোধ করেন নির্বাহী ম্যাজেষ্টেট। অন্যথায় পরবর্তিতে আরো বেশি অর্থদন্ড, ফ্যাক্টরী সিলগালা ও কারাদন্ডের হুসিয়ারী দেওয়া হয়। মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পুরানবাজরে অভিযান পরিচালিত হয়। এসময় নির্বাহী ম্যাজেষ্টেট সঞ্জয় কুমার মহন্তের নেতৃত্বে আরো ৩ শিক্ষানবীশ ম্যাজেষ্টেট সহ মডেল থানা পুলিশ পুরানবাজারের নিতাইগঞ্জ রোডে আলম বেকারীকে ৫ হাজার, মীম বেকারীকে ৫ হাজার, রয়েজ রোডের কোহিনুর বেড্রের ৫ হাজার ও রনাঘোয়ালের হাজী বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় নিবার্হী ম্যাচেষ্টেট সঞ্জয় কুমার মহন্ত জানান, নোংরা পরিবেশে ভেজাল সেমাই তৈরী করতে দেওয়া হবে না। সর্তকতা মূলক তাদের অপরাধ অনুযায়ী জরিমানা কম করা হয়েছে। ভবিষৎকে পরিবর্তন না হলে আরো কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। রমাজানে অভিযানে অব্যহত থাকবে।