কচুয়ায় অবস্থিত চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষসহ শিক্ষক-কর্মচারীদের ২ ঘণ্টা অবরুদ্ধ করে রেখে অধ্যক্ষের কক্ষ ও প্রশাসনিক ভবনে হামলা-ভাংচুর চালিয়েছে ছাত্রলীগ নামধারী কতিপয় শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে রোববার সকালে।
চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম জানান, আরিফ, মাহমুদ, সাদ্দাম ও শামীমের নেতৃত্বে কয়েকজন শিক্ষার্থী গত ২৯ জুন ইন্সটিটিউটের খণ্ডকালীন শিক্ষক আবুল বাসেদ পলাশকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনায় থানা পুলিশকে অবহিত করলে পুলিশ অভিযুক্ত শিক্ষার্থীদের গ্রেফতারের চেষ্টা চালায়। এর জের ধরে ৩০ জুন সকালে অভিযুক্ত ছাত্রদের নেতৃত্বে ১৫/২০ জন ছাত্র আমার কক্ষসহ প্রশাসনিক ভবনে ভাংচুর চালায় এবং আমাদেরকে বাইরে থেকে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন মজুমদার জানান, পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষসহ শিক্ষক-কর্মচারীদের অবরুদ্ধ করে ভাংচুরের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। পুলিশ তালা ভেঙ্গে তাদেরকে উদ্ধার করে। এছাড়া অপরাধীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রলীগ নেতা- কর্মীদের দাবি তারা কলেজে আর্সেনিকমুক্ত টিউবওয়েল বসানো, শহীদ মিনার নির্মাণে দুর্নীতি তদন্ত, অতিরিক্ত সেশন ফি আদায়, প্রাইভেট না পড়লে সেশন মার্ক না দেয়ার হুমকি, অতিরিক্ত টাকা নিয়ে সীট বিক্রি করা বন্ধ এবং অতিথি শিক্ষক পলাশের পদত্যাগের দাবিসহ বিভিন্ন দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন পরিচালনার পরও অধ্যক্ষ কর্তৃক পুলিশ প্রশাসনের মাধ্যমে সাধারণ ছাত্রদের হয়রানি করার প্রতিবাদে অনাকাঙ্ক্ষিখত এ ঘটনা ঘটে।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন জানান, তদন্ত সাপেক্ষে অপরাধীদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।