শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর ১৫০ মেঘাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে গভির রাতে ককটেল বোমা নিক্ষেপ করে বিস্ফোরন এর ঘটনায় দুজনকে আটক করেছে পুরান বাজার ফাড়ি পুলিশ।
আজ আটককৃত দুজনকে পুুলিশ আদালতে প্রেরন করলে তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করা হয়। জানাযায়, আজ মঙ্গলবার দুপুরে পুরান বাজার ফাড়ির ইনচার্জ মাহাবুব মোল্লার নেতৃত্বে সঙ্গিয় ফোর্স অভিযান চালিয়ে লোহার পুল থেকে কানা খোকন (৪০) ও নিতাইগঞ্জ নতুন রাস্তা থেকে রাত ১০ টায় বোমা নাছিরকে গ্রেফতার করে । আটককৃতদের চাঁদপুর ১৫০ মেঘাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে গভির রাতে ককটেল বোমা নিক্ষেপ করে বিষ্ফোরনের ঘটনার মামলায় আটক দেখিয়ে জেল হাতে প্রেরন করে। এলাবাসি সুত্রে জানাযায়, পুরান বাজারের বোমা নাছির বেশ কয়েকটি মামলার দাগি আসামী। সে বোমা তৈরি ও নিক্ষেপে খুবই পারদর্শি। হরতাল অবরোধে ২০ দলীয় জোটের নেতা কর্মীরা তাকে ব্যবহার করে শহরে নাশকতা সৃষ্টি করে।
রোববার সকাল সাড়ে ১০ টায় জেলা পুলিশ সুপার মোঃ আমির জাফর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় সিবিএ (১৯০২) জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের নেতারা নাশকতাকারীদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে তাৎক্ষনিক বিক্ষোভ সমাবেশ পালন করেছে।
উল্লেখ্য গত শনিবার দিবাগত রাত সাড়ে ৪ টায় চাঁদপুর ১৫০ মেঘাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের দক্ষিন-পূর্ব দিকের যে রাস্তাটি রয়েছে সে রাস্তা থেকে হটাৎ পর পর দুটি ককটেল বোমা নিক্ষেপ করা করা হয়। বোমা দুটি ভিতরের রাস্তায় পরে বিকট শব্দে বিষ্পেরিত হয়। তাৎক্ষনিক ডিউটিরত থাকা আনসার কমান্ডার আবু তালেব, সদস্য রবিউল,সঞ্জিত,রাশেদ সহ অন্যান্যরা আতংকিত হয়ে পরে। এ বিষয়টি সাথে সাথে চাঁদপুর ১৫০ মেঘাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উপ ব্যাবস্থাপক কার্তিক চন্দ্র মন্ডলকে জানানো হলে তিনি বিষয়টি জেলা পুলিশ সুপার সহ উর্ধতন কতৃপক্ষকে জানান।