চাঁদপুর সংবাদদাতা॥ চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী ব্যবসা কেন্দ্র পালবাজারের ২টি দোকানে দুধর্ষ চুরির ঘটনা সংঘটিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ২টি ঘটেছে, গতকাল শনিবার গভীর রাতে পালবাজার আলী স্টোর ও মানিক স্টোরে। এ ঘটনায় পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে মো: অন্তর মোল্লা (২২) ও শরীফ গাজী (২০) নামে ২ চোরকে আটক করেছে। চোরের দল দোকানে থাকা নগদ প্রায় ৮০হাজার টাকা সিগারেট ও বিভিন্ন কোম্পানীর গুড়ো দুধের প্যাকেটসহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
জানাযায়, শনিবার গভীর রাতে চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী পালবাজারের আলী স্টোরের সত্ত্বাধিকারি মোঃ ওমর আলী বুলবুল রাত সাড়ে ১১টায় তার স্টেশনারী দোকানটি বন্ধ করে বাড়িতে চলে যায়। অনুমান রাত ৩টা থেকে ৪টার মধ্যে একদল দুধর্ষ চোর সঙ্গবদ্ধভাবে দেশীয় অস্ত্র-শস্ত্র ও যন্ত্রপাতি নিয়ে আলী স্টোরের সেমি পাকা দোকানের টিনের চাল কেটে দোকানে প্রবেশ করে। তারপর দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে দোকানে থাকা নগদ প্রায় ৮০হাজার টাকা, গোল্ডলিফ সিগারেট ১০ কার্টুন, ব্যাঞ্চন সিগারেট ১০ কার্টুন, ক্যাপেস্টেন সিগারেট ০৮ কার্টুন, ব্যাঞ্চন সুইচ সিগারেট ৫কার্টুন, গোল্ডলিফ সুইচ ৫ কার্টুন, ব্যাঞ্চন লাইট ৩ কার্টুন, নিডো দুধ ৫ পিছ, লেকটোজেন-ওয়ান ৫ পিছ ও লেকটোজেন-টু ৬ প্যাকেট চুরি করে নিয়ে যায়। রবিবার সকালে দোকানের মালিক বুলবুল দোকানের সাটার খুলে প্রবেশ করে দেখতে পায় দোকানের মালামাল তছনছ অবস্থায় পড়ে আছে। তাৎক্ষণিক সে দোকানের ভিতর থেকে দেখতে পায় দোকানের চাল কেটে চোরের দল প্রবেশ করে প্রায় ২ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। তাৎক্ষণিক সে আশপাশের অন্যান্য দোকানদার, ব্যবসায়ী ও পালবাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দকে ঘটনার সম্পর্কে অবহিত করেন। এরই মধ্যে বিকেল চোরের দলের ২সদস্য অন্তর ও শরীফ প্রায় ৪ কার্টুন ৯ প্যাকেট সিগারেট একটি স্কুল ব্যাগে করে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। এসময় সময় পালবাজার বকুলতলা রোডের ব্যবসায়ীদের সন্দেহ হলে ব্যবসায়ীরা ব্যাগে থাকা সিগারেটসহ তাদেরকে আটক করে আলী স্টোরের মালিককে খবর দেয়। তাৎক্ষণিক তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে তারা রাতে চুরি করা সিগারেট পুরাণবাজারে বিক্রির উদ্যেশে যাচ্ছিল। পরে বাজার কমিটির কর্মকর্তারা চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওলি উল্যাহ ওলিকে ঘটনা সম্পর্কে অবহিত করেন। তিনি তাৎক্ষণিক চাঁদপুর মডেল থানার পুলিশ অফিসার মাহাবুবুর রহমান মন্ডল ও সঙ্গীয় ফোর্সসহ পালবাজার বকুলতলা রোড থেকে চোর অন্তর ও শরীফকে আটক করে মডেল থানায় নিয়ে যায়। এছাড়া বকুলতলা রোডস্থ মানিক স্টোরে একদল চোর টিনের চাল খুলে ভিতরে প্রবেশ করে একই রাতে ঐ ব্যবসা প্রতিষ্ঠানের ৩হাজার ৮শত টাকা ক্যাশ বাক্স ভেঙ্গে নিয়ে যায় বলে দোকানের ব্যবসায়ী নেপাল সাহা জানায়। এই ব্যাপারে আলী স্টোরের সত্ত্বাধিকারি মোঃ ওমর আলী বুলবুল চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে বলে জানা গেছে।
শিরোনাম:
শনিবার , ১২ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৭ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।