স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সদর উপজেলার পুরাণবাজার ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া এমদাদিয়া ( দাওরায়ে হাদীস) মাদরাসার ১০২ তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৯ নভেম্বর শুক্রবার মাদরাসা মাঠে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিতি এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও দোকানঘর রামদাসদীর কৃর্তী সন্তান বিশিষ্ঠ শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব হারুনুর রশীদ শেখ (বন্দর স্টীল ইন্ডাষ্ট্রিজ এর পরিচালক ও বিক্রমপুর রি – রোলিং মিল লিঃ ঢাকা) মাহফিলে সভাপ্রধানের বক্তব্য রাখেন।
মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীস মাওঃ জাফর আহমাদ এর পরিচালনায় আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারি।
মাহফিলে আল্লাহ রাসূল,ইসলাম, দ্বীন দুনিয়া ও আখেরাত সম্পর্কে তাশরিফ করেন পীরে কামেল ও শাইখুল হাদীস আল্লামা মুফতি আবু সাঈদ ( দাঃ বাঃ), মুফতি হাবিবুর রহমার মিছবাহ,হযরত মাওঃ শফিকুল ইসলাম ও সালমান সাকী।
আমন্ত্রিত মেহমান,মাদরাসা কমিটির নেতৃবৃন্দ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মানুষ আমলের সাথে ওয়াজ শুনেন।