রফিকুল ইসলাম বাবু ।
চাঁদপুর পুরানবাজারের অগ্রনী ব্যাংকের গাড়ি চাপায় আজ রবিবার সকাল ১১ টায় নিরব নামে ৬ বছরের এক শিশু নিহত হয়েছে।
জানা গেছে,পুরানবাজারের মমপট্রি এলাকার দিনমজুর মিশু উদ্দিনের ছেলে নিরব দোকান থেকে সদাই কিনতে নতুন রাস্তা এলাকায় আসে। এসময় অগ্রনী ব্যাংকের ঢাকা মেট্রো-ঘ ১৩-৪৬৭৮ পাজারো গাড়ি টাকার বস্তা নিয়ে চেম্বার অব কমার্সের নিচ তলায় অগ্রনী ব্যাংক পুরানবাজার শাখায় আসার পথে নতুন রাস্তা এলাকার আসলে নিরব (৮) কে চাপা দেয়।ঘটনাস্থলেই শিশু নিরবে মাধার মগজ বেরিয়ে যায়। মুমূর্ষ অবস্থায় শিশু নিরবকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী অগ্রণী ব্যাংকের গাড়িটি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাঁদপুর মডেল থানা পুলিশকে ও পুরান বাজার পুলিশ ফাড়ি ঘটনাস্থলে অবস্থান করে।