শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর পুরানবাজারে ১লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় সাবেক প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান মজু বেপারির ছেলে মহসিন বেপারী (৩৫) কে কুপিয়ে জখম করেছে জুম্মন বেপারীর নেতৃত্বে একদল সন্ত্রাসী। দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে রাত সাড়ে ১১টায় পুরানবাজারের কলেজের সামনে অর্তকিতভাবে ধারালো চাপাতি দিয়ে হামলা চালিয়ে মারাত্মকভাবে তাকে আহত করে। এসময় আহত মহসিনের ডাক চিৎকারে স্থানীয় এলাকাবাসী রক্তাক্ত মমূর্ষ অবস্থায় তাকে সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে তাকে ঢাকায় রেফার করে। এ ঘটনায় মহসিনের পিতা সাবেক কমিশনার , প্যানেল চেয়ারম্যান মজু বেপারী চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
ঘটনা বিবরনে জানা গেছে, যুবলীগ নেতা মহসিন বেপারী পুরানবাজারের ১০নং ঘাট কলেজের সামনে দীর্ঘদিন যাবত ইট বালুর ব্যবসা পরিচালনা করে আসছে। পাশাপাশি চট্রগ্রাম সহ বিভিন্ন জেলা থেকে কয়লা এনে চাঁদপুরের বিভিন্ন ব্রিক ফিল্ডে বিতরন করে। গত মঙ্গলবার কলেজ রাজনৈতিক দলের নেতা জুম্মন বেপারী ও তার ছোট ভাই সাদ্দাম বেপারী এ এলাকায় কয়লা রেখে ব্যবসা করতে হলে কার্গো প্রতি মোটা অংকের টাকা মহসিনের কাছে চাঁদা দাবী করে। এছাড়া ইট বালুর ব্যবসা করতে হলে ১লক্ষ টাকা চাঁদা দিয়ে ব্যবসা পরিচালনা করতে হবে। এ ঘটনায় মহসিন তাদের ডেকে গত বৃহস্পতিবার পনেরশত টাকা মিষ্টি খাওয়ার জন্য দেয়। কিন্তু জুম্মন বেপারী ও তার ছোট ভাই সাদ্দাম বেপারী ঐ টাকা নিয়ে তার সামনে ছিরে ফেলে তার মুখের উপরে ছুরে মারে ও কিভাবে ব্যবসা করে দেখে নেবে বলে হুমকি দিয়ে চলে যায়।
আহত মহসিন জানায়, ঘটনার দিন রাত সাড়ে ১১ টায় বাড়ি ফেরার পথে পুরানবাজার কলেজ এলাকায় প্রাকৃতিক ডাকে ড্রেনের পাশে বসলে অতর্কিত ভাবে জুম্মন বেপারী, তার ছোট ভাই সাদ্দাম বেপারী, নিরব, বিল্লাল, রাসেল চাইনিজ চাপাতি দিয়ে তার দুই রানে, পিঠে, হাতে ও মৃত্যু নিশ্চিত করতে গাড়ে আঘাত করে। এসময় মহসিনের ডাক-চিৎকারে স্থানীয় এলাকাবাসী ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনরা তাকে উদ্ধার করে সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশংকাজনক দেখে তাকে ঢাকা মেডিকেলে রেফার করে। এদিকে ঘটনার খবর পেয়ে পুরানবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন। পরে ১০নং ঘাট এলাকার সোনালী ব্যাংকের পরিত্যাক্ত ভবনে জুম্মানের জুয়ার ঘরে অভিযান দিয়ে জুয়া খেলার তাস ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করে।