শাহারিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর শহরের পুরানবাজার ডাকাতিয়া নদীর পাড় দখলের মহোউৎসবে পরিণত হয়েছে। বিআইডব্লিটির সরকারি সম্পত্তি জবর দখল করে আরসিসি পিলার তৈরি করে দোকান ও গোডাউন নির্মাণ করছে স্থানীয় ভূমিদস্যু চক্র। আজ মঙ্গলবার দুপুরে সরজমিনের গিয়ে দেখা যায়, পুরানবাজার ১নং ঘাট ও ভূইয়ার ঘাটের মাঝামাঝি স্থানে নদীর পাড় দখল করে আরসিসি পিলার তৈরি করে গোডাউন নির্মানের কাজ দ্রুত করছে। জানা যায়, পুরানবাজারের রাজনৈতিক দলের নেতাদের ছত্রছায়া থেকে বিআইডব্লিটির কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে দিনের পর দিন ডাকাতিয়ার পাড়ে বেশ কয়েকটি গোডাউন ও দোকান নির্মাণ করা হয়েছে। চাঁদপুরের কয়েকজন সাংবাদিক খবর পেয়ে, সেখানে যাওয়ার পর সেখানে অবস্থানরত বিআইডব্লিউটির জনৈক এক কর্মকর্তার সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এ সময় জনৈক মালিক নদীর পাড়ে চেয়ারে বসে পাহাড়া দিয়ে অবৈধভাবে বিআইডব্লিউটির জায়গায় গোডাউন নির্মাণ করছে। বিআইডব্লিউটির কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানায়, নদীর এপাড় ওপাড় দুইপাড়ই বিআইডব্লিউটির সম্পত্তি। কেউ যদি সরকারি সম্পত্তি দখল করে তাহলে তার বিরুদ্ধে আইনানুনগ ব্যবস্থা গ্রহন করা হবে। ডাকাতিয়া নদীর পাড়ে সরকারি সম্পত্তি দখল করে যে গোডাউন নির্মাণ করছে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। নদীর পাড় দখল মুক্ত করার জন্য অভিযান করা হবে।