রফিকুল ইসলাম বাবু।
চাঁদপুর পুরানবাজারে গত ২৯ জুন রাতে মাদক কারবারিদের প্রবাভবিস্তারকে কেন্দ্র করে পথচারী যুবক শামীম গাজী নিহত ও মাদক, সন্ত্রাস, চাঁদাবাজীসহ বিভিন্ন অপকর্মসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১ ও ২ নং ওয়ার্ড যুবলীগের নেতাকে বহিস্কার করা হয়েছে। বহিস্কিতরা হলো, চাঁদপুর পৌর যুবলীগের অন্তর্গত ১নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহির খান, ২নং ওয়াার্ড যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াছিন মিজি, দপ্তর সম্পাদক মাসুদ গাজী ও সমাজকল্যাণ সম্পাদক রাসেল পাটোওয়ারী। এছাড়াও চাঁদপুর পৌর এলাকার ১ ও ২ নং ওয়ার্ড যুবলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।১ জুলাই বুধবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি সু-সংগঠিত ও সু-শৃঙ্খল সংগঠন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের চাঁদপুর জেলার অন্তর্গত চাঁদপুর পৌরসভার ১নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহির খান, ২নং ওয়াার্ড যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াছিন মিজি, দপ্তর সম্পাদক মাসুদ গাজী ও সমাজকল্যাণ সম্পাদক রাসেল পাটোওয়ারীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবলীগ হইতে বহিস্কার করা হইয়াছে এবং অদ্য হইতে ১ ও ২ নং ওয়ার্ড যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়ে