শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর পৌরসভার ভিতরে দুবৃত্তরা দুটি চকলেট নিক্ষেপ করেছে। অবরোধের ৩০তম দিনে গতকাল ৫ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে পর পর দু’টি ককটেলের বিস্ফোরন ঘটিয়ে দ্রুত পালিয়ে যায় দুবৃত্তরা । এ ঘটনার পর পরই চাঁদপুর পুরান বাজার ব্রিজের গোড়ায় ফরিদ বেপারীর মার্কেটের ফার্নিসার দোকানের সামনে আরেকটি চকলেট বোম বিষ্পোরন করে দুবৃত্তরা । ঘটনার পর শতশত উৎসুক জনতা পৌর সভার অঙ্গিনায় ভীর জমায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহরে আতংক সৃষ্টি করার জন্য একটি মোটর সাইকেলে করে দুবৃর্তরা এ চকলেট বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর পরই চাঁদপুর মডেল থানার পুলিশ ও পৌর সভার কর্মকর্তারা ঘটনাস্থলে এসে বোমাবাজদের আটক করতে প্রতিটি ভবনের ছাদে অভিযান চালায়। তারা ধারনা করেন পৌর সভার পাশের নাজমা মার্কেটের ছাদ থেকে এ ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার ভ্রারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম, ওসি তদন্ত আরিচুল হক,পৌর কাউন্সিলর ফরিদা ইলয়াস সহ অন্যাণ্যরা ঘটনাস্থল দেখেন। এ ঘটনার পর পর চাঁদপুর মডেল থানার ভ্রারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম পরিদর্শনকালে জানান, দুবৃর্তরা আতংক ছড়াতে চকলেট বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।
এ ব্যাপারে পৌর সভার সচিব আবুল কালাম ভূঁইয়া ও সহকারী প্রকৌশলী আশুতোষ দত্ত বলেন, আমরা অফিসে কাজ করতে ছিলাম। ৭টার কয়েক মিনিট আগে আমার একটি বিকট আওয়াজ পেয়ে বাইরে আসার সাথে সাথে আরেকটি আওয়াজ পাই। নিচে এস দেখি পৌরভবনের গায়ে কালো দাগ পড়ে আছে। শহর জুওে গত কয়েকদিন একটি দুবৃত্ত চক্র একের পর এক বিভিন্ন স্থানে এভাবে অতর্কিত ভাবে এসে চকলেট বোম নিক্ষেপ করে ুজনমনে আতংক সৃষ্কি কওে যাচ্ছে। গত কয়েকদিনে শহরের ১৫০ মেঘাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, ছায়াবানি মোড়ার নূরাণী জামে মসজীদে, ভওমি রেজীষ্ট্রি অফিসের সামনে সহ একাধিক স্থানে এ ধরনের বোমা নিক্ষেপ করে নাশকতা চালিয়ে আসছে। অচিরেই এ চক্রটিকে আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন পৌর এলাকাবাসি।
শিরোনাম:
বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।