রফিকুল ইসলাম বাবু,
চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার কাঁদলেন, সবাইকে কাঁদালেন। নিজের সাফল্যের কথা স্থানীয় সংসদ সদস্যের মুখে শুনে তিনি আবেগাপ্লুত হয়ে যান। জাতীয় পুলিশ সপ্তাহে চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের প্রথম নারী হিসেবে কমান্ডার হিসেবে প্যারেডে নেতৃত্ব দেয়ায় শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ভূয়শী প্রশংসা করেন। দীপু মনির বক্তব্য শুনে পুলিশ সুপার শামসুন্নাহার আবেগাপ্লুত হয়ে অনুষ্ঠানস্থলেই কান্নায় ভেঙে পড়েন।
তিনি পরে বলেন, দেশের জন্য, দেশবাসীর জন্য নিজের জীবন দিয়ে হলেও সেবা করে যাবেন। তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রীর কাছে এ সময় আব্দার করেন, আগামি মার্চ মাসে নারী সপ্তাহের অনুষ্ঠানে প্যারেড অনুষ্ঠানের গাড়িচালক নারী পুলিশ কনস্টেবল মিতাকে চাঁদপুর এনে সম্মান জানাবেন। এ সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেন, নারীরাও পারে, নারীরাও পারবে। দেশ এগিয়ে যাচ্ছে, নারীর নেতৃত্বে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের এগিয়ে যেতে সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন।