চাঁদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ১০ অক্টোবর। ঐদিন গণি মডেল উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে মোঃ ইয়াসিন মোল্লা (১৮) নামে এক যুবক নিহত হয়। নিহতের মা বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। সেই প্রেক্ষিতে গতকাল ২৪ অক্টোবর শনিবার সকালে মামলার এজাহারভুক্ত আসামি মোঃ মেহেদী হাসান ওরফে শাহেদ মিয়াজী (২০)কে সদর মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে আটক করা হয়।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার এক প্রেস ব্রিফিংয়ে এ আসামিকে আটকের কথা উল্লেখ করে বলেন, আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফরিদগঞ্জ উপজেলা থেকে মেহেদী হাসানকে আটক করি। এ মামলার তদন্ত কর্মকর্তা সদর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হারুনুর রশিদ। তার নেতৃত্বে ও ডিবি চাঁদপুরের সহযোগিতায় এ আসামীকে ফরিদগঞ্জ থানা এলাকা থেকে আটক করা হয়।