সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডে মোট ৩৩ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
গোলাম মোস্তফা
চাঁদপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী মনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মোট ৩৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এর মধ্যে ১৫টি সাধারণ ওয়ার্ডে ২৯ জন ও ৫টি সংরক্ষিত ওয়ার্ডে ৪ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
জেলা নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা যায়, গতকাল ৮ মার্চ রোববার বিকেল
৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ১৫টি সাধারণ ওয়ার্ডের
কাউন্সিলর পদে যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তারা হলেন : ১নং ওয়ার্ডে
আসলাম গাজী, ২নং ওয়ার্ডে কামাল হাওলাদার, ৩নং ওয়ার্ডে আবুল হাছানাত, গাজী
মোহাম্মদ হাসান, ৪নং ওয়ার্ডে মোঃ শাহ আলম মিয়াজী, ৫নং ওয়ার্ডে বিল্লাল
হোসেন ভূঁইয়া, মোহাম্মদ সাইফুর রহমান মিশু, মোঃ নজরুল ইসলাম গাজী, শাহ আলম
খান ও মোহাম্মদ আলমগীর খান, ৬নং ওয়ার্ডে হাবিবুর রহমান তাইনী, ৭নং ওয়ার্ডে
মোহাম্মদ ইকবাল বেপারী, শাহ আলম বেপারী ও আনোয়ার হোসেন, ৮নং ওয়ার্ডে নাছির
আহমেদ চোকদার, ৯নং ওয়ার্ডে মোঃ ওয়াহিদুর রহমান মন্টু মাঝি, ১০নং ওয়ার্ডে
মোঃ রফিকুল ইসলাম খান, আল আমিন গাজী, সুমন সরকার জয়, আসাদুজ্জামান সোহাগ,
বজলুর রহমান বজু মোল্লা, আল মামুন, ১২নং ওয়ার্ডে ফেরদৌস খান ও মোস্তফা
ঢালী, ১৩নং ওয়ার্ডে মোঃ সেলিম গাজী ও মোঃ হান্নান ঢালী, ১৪নং ওয়ার্ডে
হুমায়ুন কবির দুলাল মাল ও সুকমল কর রামু এবং ১৫নং ওয়ার্ডে নুরে আলম।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মধ্যে যারা মনোনয়নপত্র প্রত্যাহার
করেছেন তারা হলেন : ১নং ওয়ার্ডে ময়না বেগম, ২নং ওয়ার্ডে নাজমা আলম, ৩নং
ওয়ার্ডে আছমা আক্তার মনি ও ৫নং ওয়ার্ডে শাহনাজ রহমান।
অপরদিকে মেয়র পদে মনোনয়নপত্র যারা জমা দিয়েছেন তারা ৩ জনই নির্বাচনী মাঠে
নির্বাচনী যুদ্ধে অংশ নিচ্ছেন। এরা হচ্ছেন আওয়ামী লীগের সমর্থিত মেয়র পদের
প্রার্থী, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সাবেক
ছাত্রনেতা অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক পৌর চেয়ারম্যান শফিকুর রহমান
ভূঁইয়া, ইসলামী আন্দোলন সমর্থিত প্রার্থী সংগঠনের অর্থ সম্পাদক মামুনুর
রশীদ বেলাল।
এদিকে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আজ ৯ মার্চ সোমবার সকাল থেকে
দুপুর ১টা পর্যন্ত মেয়র, সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরদের
মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে।