চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী শফিকুর রহমান
ভূঁইয়ার মৃত্যুজনিত কারণে এ নির্বাচনে মেয়র পদে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে।
অর্থাৎ আগামী ২৯ মার্চ মেয়র পদে ভোটগ্রহণ হচ্ছে না। তবে সাধারণ ওয়ার্ড ও
সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদের ভোটগ্রহণ যথারীতি ২৯ মার্চ হয়ে যাবে। এমন
সিদ্ধান্তের কথা জানালেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ
হেলাল উদ্দিন।
রিটার্নিং অফিসার মোঃ হেলাল উদ্দিনের সাথে গতকাল রাতে যোগাযোগ করা হলে
তিনি জানান, আমরা এখনো শফিকুর রহমান ভূঁইয়া সাহেবের মৃত্যু সনদ পাইনি। তাঁর
মৃত্যু সনদ এবং দলের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি লিখিতভাবে পাওয়ার পর আমরা এ
বিষয়ে উপরোক্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানাতে পারবো। তবে আইন হচ্ছে :
মেয়র পদে নির্বাচন এখন বাতিল এবং মেয়র পদের জন্যেই শুধু পুনঃতফসিল ঘোষণা
করা হবে। এক্ষেত্রে বর্তমানে মেয়র পদে প্রার্থী যারা আছেন তাদের আর নতুন
করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না। পুনঃতফসিলে শুধুমাত্র নতুন করে যারা
মেয়র পদে প্রার্থী হতে ইচ্ছুক তাদেরই মনোনয়নপত্র দাখিলের সুযোগ থাকবে।
তারপরও তিনি জানান, এ বিষয়ে আগামীকাল রোববার নির্বাচন কমিশনের সভায় চূড়ান্ত
সিদ্ধান্ত হবে। তখনই সবকিছু পরিষ্কার হয়ে যাবে।