অবশেষে চাঁদপুর পৌরসভা নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে এ নির্বাচন।
বিএনপির মেয়র প্রার্থী শফিকুর রহমান ভূঁইয়ার মৃত্যুজনিত কারণে পূর্বের ঘোষিত এ নির্বাচন বাতিল হয়ে যায়। পুনঃতফসিল অনুযায়ী কেবল বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল কার্যক্রম চলবে। সে সুবাদে যেহেতু নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে বিএনপির মেয়র পদে কে পাচ্ছেন দলীয় মনোনয়ন- বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা ও আলোচনা।
মেয়র পদে বিএনপির দলীয় সমর্থন পেতে আলোচনায় ৪ নেতা। তারা সবাই সাবেক ছাত্রনেতা। এরা হলেন : পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও চাঁদপুর সরকারি কলেজের সাবেক জিএস মোশারফ হোসাইন ওরফে হাজী মোশারফ, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ভিপি শাহজালাল মিশন এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী জুয়েল। এদের যে কেউ পাবেন দলীয় সমর্থন এমন আলোচনা শহরবাসী ও বিএনপির নেতা-কর্মীদের মাধ্যমে জানা যায়।
চাঁদপুর পৌরসভা নির্বাচন প্রসঙ্গে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম জানান, যেখানে শেখ হাসিনা ভোট চুরির মাধ্যমে গণতন্ত্র অবরুদ্ধ করে রেখেছে, আমরা ওই নির্বাচনে যাবো কি না সেটা গভীরভাবে ভাবছি। গেলেও এই নির্বাচনকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নেবো। সেক্ষেত্রে আমরা নিজেদের মধ্য থেকে যোগ্য প্রার্থীকেই চূড়ান্ত হিসেবে ঘোষণা করবো। তবে চূড়ান্ত প্রার্থীর নাম দলীয় সিদ্ধান্ত মোতাবেক পরে প্রেস ব্রিফিং করে জানানো হবে।