শরীফুল ইসলাম ॥
স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে চাঁদপুর পৌরসভার ট্টেড লাইসেন্স আদর্শ কর তফসিলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। ট্টেড মূল্য বৃদ্ধিতে মানতে নারাজ চাঁদপুরের অনেক দোকান ব্যকসায়ীরা। গত মাসের সেপ্টেম্বর ১ তারিখ থেকে স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে ট্টেড লাইসেন্স তথা আদর্শ কর তফসিলের মূল্য বৃদ্ধির ঘোষনা দেওয়া হয়। এর আগে আগষ্ট মাসের ৩০ তারিখ পর্যন্ত আগের নির্ধরীত মূল্য তালিকায় ছিল।
এই নিয়ে চাঁদপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক মো. মোশারফ হোসেন জানান, আগষ্ট পর্যন্ত পৌরসভার কর তফসিল-৩ ছিল। সেপ্টেম্বর ১ তারিখ থেকে কর তফসিল-১৪ নির্ধারন করা হয়, এই নিয়ে ট্টেড লাইসেন্স মূল্য ৪ থেকে ৫ গুন বেড়েছে। কর তফসিল পৌরসভা থেকে নির্ধারীত করা হয়নি, এটা স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে নির্ধারন করা হয়েছ। পত্রিকায় উল্ল্যেখ করা প্রথম শ্রেণীর ট্টেড লাইসেন্স মূল্য তালিকার মধ্যে, ঠিকাদারী ট্টেড লাইসেন্সের মূল্য আগে ছিল ১৫০০টাকা, এখন ২০০০টাকা। বেসরকারী কোচিং সেন্টারের ট্টেড লাইসেন্সের মূল্য আগে ছিল ৫০০০টাকা, এখন ৭৫০০ টাকা। বেসরকারী হাসপাতাল, ক্লিনিক এর ট্টেড লাইসেন্সের মূল্য আগে ছিল ৬৭৫০ টাকা, এখন ৭৫০০টাকা। স্থানীয় এজেন্ট ব্যকসায়ীর ট্টেড লাইসেন্সের মূল্য আগে ছিল ২০০০ টাকা, এখন ২৫০০টাকা। আবাসিক হোটেল গুলোর ট্টেড লাইসেন্সের মূল্য আগে ছিল ৪৫০০ টাকা, এখন ৫০০০ টাকা। আড়তদারী ব্যবসায়ীদের ট্টেড লাইসেন্সের মূল্য আগে ছিল ১২০০ টাকা, এখন ১৫০০ টাকা। প্রস্তুতকৃত খাদ্য বিক্রাতাদের ট্টেড লাইসেন্সের মূল্য আগে ছিল ৫০০০ টাকা, এখন ৬০০০ টাকা। বিউটি পার্লার, সেলুন দোকানের ট্টেড লাইসেন্সের মূল্য আগে ছিল ১৮০০ টাকা, এখন ২০০০টাকা। লন্ড্রী ব্যবসায়ী দোকানের ট্টেড লাইসেন্সের মূল্য আগে ছিল ১৫০০ টাকা, এখন ২০০০ টাকা। ব্র্যান্ডেড সামগ্রীর পাইকারী ব্যবসায়ীদের ট্টেড লাইসেন্সের মূল্য আগে ছিল ১৮০০ টাকা, এখন ২০০০টাকা। মুদ্রণ, কম্পোজ ইত্যাদি ব্যবসায়ীদের ট্টেড লাইসেন্সের মূল্য আগে ছিল ১৫০০ টাকা, এখন ১৮০০টাকা। ঔষধ ও রাসায়নিক দোকানের ট্টেড লাইসেন্সের মূল্য আগে ছিল ১২০০ টাকা, এখন ১৪০০টাকা। সায়েন্টিফিক ও ক্রিনিক্যাল ব্যবসায়ীদের ট্টেড লাইসেন্সের মূল্য আগে ছিল ২২৫০ টাকা, এখন ২৫০০ টাকা। ইলেকট্টনিক ও ইলেকট্টিক ব্যবসায়ীদের ট্টেড লাইসেন্সের মূল্য আগে ছিল ১৫০০টাকা, এখন ২০০০টাকা। নির্মান সামগ্রীর খুচরা বিক্রেতার ট্টেড লাইসেন্সের মূল্য আগে ছিল ২৫০০ টাকা, এখন ৩০০০ টাকা। সার্ভিস টাওয়ার ও নেটওয়ার্ক ট্টেড লাইসেন্সের মূল্য আগে ছিল ১২০০টাকা, এখন ১৫০০টাকা। বিনোদন, সাংস্কৃতিক ব্যবসার ট্টেড লাইসেন্সের মূল্য আগে ছিল ৪০০০টাকা, এখন ৫০০০ টাকা। আসবাব পত্রের খুচরা ব্যবসায়ীদের ট্টেড লাইসেন্সের মূল্য আগে ছিল ১২৫০ টাকা, এখন ২৫০০টাকা। খুচরা যন্ত্রাংশের দোকান ব্যবসায়ীদের ট্টেড লাইসেন্সের মূল্য আগে ছিল ৯০০ টাকা, এখন ১০০০টাকা। খাদ্য দ্রব্য- মাছ, মাংস ব্যবসায়ীদের ট্টেড লাইসেন্সের মূল্য আগে ছিল ৬০০ টাকা, এখন ৭৫০ টাকা। ওয়ার্কশপ কারখানার দোকান ব্যবসায়ীদের ট্টেড লাইসেন্সের মূল্য আগে ছিল ২২৫০ টাকা, এখন ২৫০০টাকা। ডিপাটমেন্টাল ষ্টোর দোকানীদের ট্টেড লাইসেন্সের মূল্য আগে ছিল ৪০০০ টাকা, এখন ৫০০০টাকা। সাজ, পোষাক, অলংকার দোকানের ট্টেড লাইসেন্সের মূল্য আগে ছিল ৯০০ টাকা, এখন ১০০০ টাকা। স্টুডিও, অডিও, ভিডিও দোকান ব্যবসায়ীদের ট্টেড লাইসেন্সের মূল্য আগে ছিল ৪৫০০টাকা, এখন ৫০০০টাকা। স্পোস ও সৌখিন ব্যবসায়ীদের ট্টেড লাইসেন্সের মূল্য আগে ছিল ৭০০ টাকা, এখন ৮০০টাকা। যান্ত্রিক-অযান্ত্রিক যানবাহন বিক্রেতার ট্টেড লাইসেন্সের মূল্য আগে ছিল ৪৪০০টাকা, এখন ৫০০০টাকা। সার, কীটনাশক ওষধ ব্যবসায়ীদের ট্টেড লাইসেন্সের মূল্য আগে ছিল ১৭০০টাকা, এখন ২০০০টাকা। ফোন, কোল ও ফ্যাক্স দোকানের ট্টেড লাইসেন্সের মূল্য আগে ছিল ৪৫০টাকা, এখন ৫০০ টাকা।