মিজানুর রহমান রানা
দু’তিন মাসের মধ্যেই পৌরসভার অসমাপ্ত রাস্তার কাজ সম্পূর্ণ করে শহরকে যানজটমুক্ত করবো
———————- চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ
চাঁদপুর পৌরসভার নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প-এর ২১তম সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেছেন, আগামী ৫০ বছরে পৌরসভার লোকসংখ্যা ৫০ লাখেরও বেশি হবে। তাই আমাদের এখন থেকে সাবধানতার সাথে পানির সঠিক ব্যবহার করতে হবে। বর্তমানে আমাদের কোনো বিশুদ্ধ পানির অভাব হবে না। আমরা ইতোমধ্যে পুরাণবাজারে পানি শোধনাগারের উদ্বোধন করেছি। ফলে ওই এলাকায় আগামী ১০ বছরের মধ্যে কোনো পানির সমস্যা হবে না। তবে আমাদের খেয়াল রাখতে হবে এই পানি যেন কোনো প্রকারে দুষিত না হয়। আমরা আগামী ২/৩ মাসের মধ্যে চাঁদপুর পৌরসভার অসমাপ্ত রাস্তার কাজগুলো সম্পূর্ণ করবো। তাহলে শহরের যানজট মুক্ত হবে।
গতকাল সোমবার সকালে চাঁদপুর পৌর পাঠাগার মিলনায়তনে চাঁদপুর পৌরসভার নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প-এর ২১তম সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ এসব কথা বলেন। সভায় আরো বক্তব্য রাখেন জেলা ক্যাব সভাপতি জীবন কানাই চক্রবর্তী, জেলা জাতীয় পার্টির সভাপতি নূরুল হক বাচ্চু মিয়াজী, টিএলসিসি সদস্য শাহজাহান চোকদার, পৌরসভার নগর পরিকল্পনাবিদ সাজ্জাদ হোসেন, চাঁদপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, সহ-সভাপতি আবুল কালাম পাটওয়ারী, প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া জীবন, সাবেক সভাপতি কাজী শাহাদাত, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপিকা মাসুদা নূর খান, পৌরসচিব আবুল কালাম ভূঁইয়া, পৌর কর্মচারী পরিষদের সভাপতি আবদুর রশিদ সর্দার, পৌর কাউন্সিলর আয়েশা রহমান, রেবেকা সুলতানা বকুল, ফরিদা ইলিয়াছ প্রমুখ।