চাঁদপুর পৌরসভার নির্বাচনে ১৫টি ওয়ার্ডে আ’লীগের মনোনয়ন পেতে শীর্ষ স্থানীয় নেতাদের দুয়ারে দুয়ারে ত্ববিরে নেমেছে অর্ধশতাধীক কাউন্সিলার প্রার্থী।
বিভিন্ন সূত্রে জানাযায়, চাঁদপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডের মধ্যে কয়েকটি ওয়ার্ডের দলীয় কাউন্সিলার প্রার্থী মনোনয়ন পত্রিয়া চূড়ান্ত হয়েগেছে।
চাঁদপুর জেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে একক দলীয় প্রার্থী মনোনয়নে গত ৩মার্চ সকাল ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ১ থেকে ৫নং ওয়ার্ডের কাউন্সিলার প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৪ মার্চ জেলা আ’লীগ কার্যারয়ে সকাল ১১টায় ৬ থেকে ১১নং ওয়ার্ড এবং সন্ধ্যা ৭টায় ১২ থেকে ১৫নং ওয়ার্ড কাউন্সিলার প্রার্থীদের নিয়ে মতবিনিময় ও তাদের নিজ নিজ বক্তব্য লিখিত ভাবে রাখা হয়েছে। এছাড়াও প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলার প্রার্থীদের অবস্থান জানতে গতকাল ৫মার্চ সকালে জেলা আ’লীগ কার্যালয়ে ১৫টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মতামত নেওয়া হয়েছে। আগামী ৯মার্চের মধ্যে পৌরসভার ১৫টি ওয়ার্ডে একক ভাবে দলীয় প্রার্থী চূড়ান্ত করে তা প্রকাশ করা হবে বলে দলীয় সূত্রে জানাযায়।
আ’লীগের চূড়ান্ত তালিকা প্রকাশের পর বাকী কাউন্সিলার প্রার্থীদেরকে আগামী ১০মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দলীয় প্রার্থীকে সমর্থন জানিয়ে বাকী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।
চাঁদপুর পৌরসভার নির্বাচনে ১নং ওয়ার্ড থেকে আওয়ামী লীগ সমর্থীত কাউন্সিলার প্রার্থীদের মধ্যে মনোনয়ন সংগ্রহ করেছেন চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মোহাম্মদ আলী মাঝি, বর্তমান কাউন্সিলার মো. আসলাম গাজী ও মো. হামজালা শেখ। ২নং ওয়ার্ডে বর্তমান প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী ও জাহাঙ্গীর খান। ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলার আব্দুল লতিফ গাজী, হাজী মো. হাসান, যুবলীগ নেতা আবুল হাসনাত ও কামাল উদ্দিন তনু মোল্লা। ৪নং ওয়ার্ডে শহর যুবলীগের সভাপতি মামুনুর রহমান দোলন ও বর্তমান কাউন্সিলার মজিবুর রহমান মাহফুজ বেপারী। ৫নং ওয়ার্ডে জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য শাহ আলম খান, ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম গাজী, ইব্রাহীম ঢালী, মোশারফ হোসেন, জাকির হোসেন মিয়াজী, যুবলীগ নেতা মোর্শেদ আলম আজাদ, দুলাল মিয়া, শাহ জালাল উদ্দিন ও আলমগীর খান। ৬নং ওয়ার্ডে যুবলীগ নেতা ছিডু মিজি, পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির খান, ফকরুল আলম পাটওয়ারী, যুবলীগ নেতা নাছিরুল ইসলাম পিন্টু, যুবলীগ নেতা ইব্রাহীম মুন্সি ও পৌর আ’লীগ নেতা বিপ্লব চক্রবর্তী। ৭নং ওয়ার্ডে জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক সাংবাদিক কে এম মাসুদ, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, জাকের পাটির নেতা শাহ আলম বেপারী। ৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলার সহদেব ঘোষ ও যুবলীগ নেতা মহি উদ্দিন পাটওয়ারী রিপন। ৯নং ওয়ার্ডে আমজাদ হোসেন, বিল্লাল হোসেন মাঝি, নাছির উদ্দিন ছৈয়াল ও কামরুল সরকার। ১০নং ওয়ার্ডে বর্তমান প্যানেল মেয়র সাইফুল ইসলাম সুমন ও সাবেক কমিশনার সালাউদ্দিন মিজি। ১১নং ওয়ার্ডে সদর উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল হোসেন পাটওয়ারী, হারুন পাটওয়ারী, সাফিুকুর রহমান ভূইয়া ও মোজাম্মেল হোসেন হামিম পাটওয়ারী। ১২নং ওয়ার্ডে বর্তমান মহিলা কাউন্সিলার রেবেকা সুলতানা বকুল, হাবিবুর রহমান, ছাত্রলীগ নেতা মোহাম্মদ হোসেন বাতাস ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মিজানুর রহমান লিটন। ১৩নং ওয়ার্ডে জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর গাজী ও আবু বরকন্দাজ। ১৪নং ওয়ার্ডে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার, সেলিম খান ও সুখ লাল কর। ১৫নং ওয়ার্ডে আব্দুর রশিদ খান, নূরুল হুদা ও মজিবুর রহমান দুলাল।
শিরোনাম:
শুক্রবার , ২০ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।