মিজানুর রহমান রানা
চাঁদপুর পৌরসভার ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট ঘোষণা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি এমপি বলেছেন, আমরা চাই আমাদের সবার দায়িত্ব সঠিকভাবে পালন করবো। আমি পৌরসভার মেয়রসহ সকল কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ দিতে চাই, কারণ তারা পৌরবাসীকে একটি পরিচ্ছন্ন্ ও সুন্দর বাজেট উপহার দিয়েছেন। আমার আমার তরফ থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা প্রদান করবো বলে আশ্বাস দিচ্ছি। আমরা সবাই যাতে সুনাগরিক হয়ে পৌরসভাসহ দেশের সামগ্রিক উন্নয়নে প্রয়োজনীয় অবদান রাখতে পারি সেই প্রত্যাশা ও আশাবাদ ব্যক্ত করছি।
চাঁদপুর প্রেসকাবের সভাপতি গোলাম কিবরিয়া জীবনের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও বাজেট উপস্থাপনা করেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. নাছির উদ্দিন আহম্মেদ। তিনি বাজেট বক্তব্যে বলেন, আমরা পৌরবাসীর সুবিধার্থে সকল প্রকার কাজ করেছি। এবারও আমরা তাই ৫৩ কোটি ৭১ লাখ ৩৩ হাজার ৪শ’ ৮৬ টাকার বাজেট পরিকল্পনা করেছি। আমরা চাই অচিরেই চাঁদপুর পৌরসভার পানি সমস্যা আর থাকবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতায় চাঁদপুর পৌরসভা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সেই জন্যে আমরা ওয়েবসাইট ও সিটিজেন চার্টার টানিয়ে দিয়েছি, যাতে আমরা সবদিক থেকে স্বচ্ছভাবে নাগরিক সেবা প্রদান করতে পারি। এতে সর্বপ্রকারের হয়রানি বন্ধ ও দুর্নীতি বন্ধ হয়েছে। আমরা মনে করি, পৌর নাগরিকদের পৌরসভার ব্যাপারে তথ্য জানার অধিকার রয়েছে। সম্মানীত পৌরবাসীর জন্যে সুখবর, আমরা মাস্টারপ্ল্যানের প্রজেক্টের কাজে হাত দিয়েছি। ফলে চাঁদপুর পৌরসভা একটি পরিকল্পিত নগর হিসেবে গড়ে ওঠবে। যেখানে দেশের বিভিন্ন শহর নগর জলাবদ্ধতায় ডুবে গেছে, সেখানে চাঁদপুর পৌরসভায় কোনো জলাবদ্ধতা নেই। পৌরসভার সম্পদ পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব কারো একার নয়, এটি দেখার দায়িত্ব সকল পৌর জনগণের।
গতকাল শনিবার বিকেলে চাঁদপুর প্রেসকাবে আয়োজিত চাঁদপুর পৌরসভার ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট ঘোষণা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহম্মদ। সম্মানীত অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মো. আমির জাফর, স্বাধীনতা পদক প্রাপ্ত মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী প্রমুখ। পরে পৌরসভার বাজেট উপস্থাপনা শেষে চাঁদপুরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সুধীজনদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাও. হাফিজুর রহমান, গীতা পাঠ ৃস।
শিরোনাম:
শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।