শরীফুল ইসলাম *
দ্বিতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প-২ সিবিও নির্বাহী কমিটির বর্তমান কার্যক্রম ও ভবিষৎ করণীয় বিষয়ক কর্মশালা আয়োজন করা হয়। গতকাল সোমবার সকালে চাঁদপুর পৌর পাঠাগারে কর্মশালায় পৌরসভার প্রধান সহকারী মফিজ উদ্দিন হাওলাদারের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। তিনি বলেন,অন্য জেলার পৌরসভার থেকে চাঁদপুর পৌরসভা একটি দুর্নীতি মুক্ত পৌরসভা। এই পৌরসভার কর্মকত্তাগন সর্বদা সচ্ছ ভাবে কাজ করতে চেষ্টা করেন। জনগনের প্রতি ভালবাসা মায়া, মমতা না থাকলে আমরা কখনোই রাজনিতি করতে পারবো না। বর্তমানে পৌর ওয়ার্ডে আমরা যে কমিটি গঠন করেছি তা আপনাদের জন্য, আপনাদের এলাকায় যে সমস্যা থাকবে তার সমাধানকল্পে আমাদের কমিটিকে জানাবেন। যদি তারা না পারে পৌর পরিষদে জানাবেন আমরা এর ব্যবস্তা গ্রহন করবো। আমাদের সামজে সব লোক যদি সচেতন হয়ে কাজ করতো তাহলে সমাজ আরো উন্নতি লাভ করতো। তাই সমাজে উন্নতির জন্য নিজেদেরকেই কাজ করা উচিৎ। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর সচিব আবুল কালাম ভূঁইয়া, জেন্ডার কমিটির আহবায়ক আয়শা রহমান,৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলী আহমদ সরকার, প্রকল্প সম্নয়ক কর্মকত্তা আতিয়ুর রহমান, জেন্ডার কমিটির সাবেক আহবায়ক রেবেকা সুলতানা। বিভিন্ন কাউন্সিলারদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদা ইলিয়াস, চাঁদ মিয়া মাঝি, আসলাম গাজী, নজু বেপারী, আয়শা রহমান প্রমুখ।
শিরোনাম:
শনিবার , ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।