চাঁদপুর পৌরসভা নির্বাচনে পুনঃ তফসিল ঘোষণা হওয়ার পর অদ্যাবধি মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৪৯ জন ও মহিলা কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অন্যদিকে আজ বুধবার মহিলা কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডের অ্যাড. ফারজানা আক্তার, ৩নং ওর্য়ার্ডের নুরজাহান আক্তার লিপি ও ৫নং ওয়ার্ডের শাহনাজ আক্তার। কাউন্সিলর পদে ৩নং ওয়ার্ডের হাসান গাজী, আবুল হাসনাত (নয়ন গাজী), ৬নং ওয়ার্ডের হুমায়ন কবির খান, ৫নং ওয়ার্ডের শাহ আলম, ৯নং ওয়ার্ডের হারুনুর রশিদ (জাকির বন্দুকসী), ১১ নং ওয়ার্ডের মোফাজ্জল হোসেন হামিম পাটওয়ারী মনোনয় প্রত্র জমা দিয়েছে।
মেয়র পদে মনোনয়ন পত্র সংগ্রহকারীরা হলেন: এ কে এম সলিমুল্লাহ পাটওয়ারী, মোঃ আক্তার হোসেন মাঝি, কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, শাহজাজাল মিশন ও শওকত আখন্দ আলমগীর। ১৫টি ওয়ার্ডের ৪৯ জন কাউন্সির পদে যে সকল প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করছেন ১নং ওয়ার্ডে মনোয়নপত্র তুলে ছেন আওয়ামী পহ্নী হানজালা শেখ। ২নং ওয়ার্ডে বিএনপি পহ্নী মোঃ কামাল। ৩নং ওয়ার্ডে আওয়ামী পহ্নী নেতা গাজী মোঃ হাসান, আবুল হাসনাত ও স্বতন্ত্রপ্রার্থী মজিবুল হক। ৫নং ওয়ার্ডে আওয়ামী পহ্নী মো. নজরুল ইসলাম, গাজী মো. ইব্রাহিম ঢালী, মো. শাহআলম, জাকির হোসেন মিয়াজী, মোরশেদ আলম, স্বতন্ত্র প্রার্থী হাবিব উল্লাহ বেপারী, পারভেজ মাহমুদ খান ও তাজল গাজী। ৬নং ওয়ার্ডে বিএনপি পহ্নী মোঃ নজরুল ইসলাম, আওয়ামী পহ্নী ছিডু মিঝি, মো. হুমায়ন কবির খান ও সতন্ত্র ফখরুল আলম পাটওয়ারী। ৭নং ওয়ার্ডে বিএনপি পহ্নী নেতা আলী আহমেদ, আওয়ামী পহ্নী মোঃ কামাল হোসেন পাটওয়ারী, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মিয়া প্রধানীয়া। ৮নং ওয়ার্ডে স্বতনত্র প্রার্থী মোঃ বিল্লাল হোসেন তালুকদার ও আবুল কালাম আজাদ। ৯নং ওয়ার্ডে আওয়ামী পহ্নী নেতা মোঃ কামরুল ইসলাম, আসলামী আন্দোলন সমর্থিত মোঃ ইকবাল হোসাইন ও স্বতন্ত্র প্রার্থী মোঃ হারুন অর রশিদ। ১০নং ওয়ার্ডে বিএনপি পহ্নী দেওয়ান মোঃ শাহজাহান। ১১নং ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী মোপাজ্জল হোসেন। ১৪ নং ওয়ার্ডে আওয়ামী পহ্নীসুকমল কর। ১৫নং ওয়ার্ডে আওয়ামী পহ্নী মোঃ মজিবুর রহমান দুলাল, স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা জাকির ও মোঃ গোলাম মোস্তফা খান।
সংরক্ষিত মহিলা কাউন্সির পদে ১নং ওয়ার্ডে ফারহানা আক্তার। ২নং ওয়ার্ডে মোসাম্মৎ শাহনাজ আলমগীর। ৩নং ওয়ার্ডে আওয়ামী পহ্নী নেত্রী আয়েশা বেগম। ৫নং আওয়ামী পহ্নী নেত্রী শাহনাজ রহমান।
উল্লেখ্য ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন পত্র উত্তেলন ও জমা দেওয়ার শেষ তারিখ। আগামী ১ মার্চ সকাল থেকে বিকেল পর্যন্ত মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীদের মনোনয়ন পত্র বাছাই অনুষ্ঠিত হবে।
শিরোনাম:
রবিবার , ১৬ নভেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

