মিজানুর রহমান ॥ চাঁদপুর পৌরসভার আওতাধিন ইউএনডিপির অর্থায়নে নগর উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন ইউএনডিপি’র একটি প্রতিনিধি দল। ৪ জুলাই মঙ্গলবার তারা চাঁদপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের মধ্যশ্রীরামদী, ৭নং ওয়ার্ডের বড়স্টেশন রোড়, ১৩ নং ওয়ার্ডের শেখের হাটসহ বিভিন্ন এলাকার ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাটসহ বিভিন্ন সমস্যা সরেজমিনে পরিদর্শন করেন।
প্রতিনিধিদলে ছিলেন, ইউএনডিপি’র প্রধান ম্যানাজার উইলিয়াম ট্রেইলর, থাইল্যান্ডের মিঃ রোজ, কম্বোডিয়ার ক্যামিলা, ভিয়েতনামের মিঃ থু, চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভুইয়া, ইউএনডিপি চাঁদপুর টাউন ম্যানাজার নজরুল ইসলাম, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা চন্দ্রনাথ ঘোষ চন্দন, কমিউনিটি ওয়ার্কার হাবিবুর রহমান, এসআইসি মধ্যশ্রীরামদী-১ এর চেয়ারম্যান নাজমা বেগম প্রমুখ।
পৌরসভার সূত্রে যানা যায়, ইউএনডিপির অর্থায়নে চাঁদপুর পৌরসভার আওতাধিন এলাকাগুলোতে ’নগর উন্নয়নে’ গত ৬ মাস আগে একটি প্রকল্পের কাজ শুরু করেন। এ প্রকল্পের আওতায় পৌর এলাকার ১৫টি ওয়াডের্র বিভিন্ন রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা, হাউজিং সহ নানা উন্নয়ন কাজ করা হবে। উল্লেখিত কাজের জন্য ইউএনডিপি প্রতিনিধিদল চাঁদপুর পৌরসভার পাড়া মহল্লার সমস্যাগুলো দেখতে আসেন।