শওকত আলী ॥
চাঁদপুর পৌরসভার ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর ডিএম শাহ্জাহান তার নিজ এলাকা উকিল পাড়ায় জনতার হাতে লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনায় শহরময় আলোচনার ঝড় বইছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর ১২ টায় চাঁদপুর পৌরসভার মেয়রের কার্যালয়ের বাইরে। এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন পৌর কাউন্সিলর ডিএম শাহজাহান।
জানা যায় সোমবার দুপুর ১২ টায় শহরের পৌর এলাকার উকিল পাড়া মহল্লার নারী-পুরুষসহ প্রায় ২০-২৫ জন এলাকাবাসী পৌরমেয়রের নিকট দেখা করতে আসেন তাদের এলাকার রাস্তা মেরামত করার দাবিতে। ওই ওয়ার্ডের কাউন্সিলর শাহজাহানের উপস্থিতিতে পৌরমেয়র একমাস পর রাস্তা নির্মাণ করে দিবেন বলে আশ্বাস প্রদান করেন। এ সময়ে পৌরমেয়র কাউন্সিলর শাহজাহানকে তাদের অভিযোগের কথা জানান। মেয়রের সাথে দেখা করতে আসা ওই ওয়ার্ডের নারী-পুরুষরা মেয়রের রুমের বাইরে এসে কাউন্সিলর শাহজাহানকে দেখে রাস্তা নির্মাণ নিয়ে গাল মন্দ করেন এবং তাকে এক প্রকার শারীরিক ভাবে লাঞ্ছিত করে। পরে পৌরসভার অন্য কর্মচারীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে পৌর প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী অপরাধিদেরকে তার রুমে বসিয়ে বিচার করে দোষী সাব্যস্ত করলে তারা ক্ষমা চেয়ে পৌর সভা থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরে যান। এ ব্যাপারে পৌরকাউন্সিলর ডিএম শাহজাহানের সাথে এ প্রতিনিধি কথা বললে তিনি জানান, উকিল পাড়ার রাস্তা নির্মান নিয়ে আমার এলাকার লোকজন আমার উপস্থিতিতে পৌরমেয়রের কাছে অভিযোগ জানায়। এ সময় মেয়র একমাস পর রাস্তা নির্মাণ করার আশ্বাস প্রদান করেন। পরে তারা পৌরমেয়রের রুমের বাইরে এসে রাস্তা নির্মাণ নিয়ে আমার উপর ক্ষেপে যায় এবং আমার সাথে উচ্চ বাচ্য ও ধাক্কা ধাক্কার সামান্য ঘটনা ঘটে। এ ব্যাপারে তিনি থানায় বা কোথাও এলাকাবাসীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেননি বলে জানান।