মিজান লিটনঃ
চাঁদপুর পৌরসভার নির্বাচন উচ্চ আদালতের নির্দেশে যথাসময়ে করতে না পারায় ইসিকে ২ সপ্তাহের রুল জারি করেছে হাইকোর্টের একটি বেঞ্চ। ইতিপূর্বে উচ্চ আদালতের রায় পাওয়া ক্ষুব্ধ চাঁদপুর পৌর নির্বাচনের প্রার্থী শফিকুর রহমান ভুঁইয়ার পুনরায় মঙ্গলবারের রিটের প্রেক্ষিতে এই রুল জারি করে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশরাফুল কামাল। রিট নং ৬২৫০/২০১১। হাইকোর্টের এই বেঞ্চ প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিনকে আগামী ২ সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ দেন। এ আদেশ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনকে জানাতে নির্দেশ দেন এই বেঞ্চ।
উল্লেখ্য, ২০১১ সালের ২৪ নভেম্বর রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন চাঁদপুর পৌর নির্বাচন হালনাগাদ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচন করার নির্দেশ দিয়েছিলেন ইসিকে। ইসি প্রায় ২ বছরে ওই আদেশ বাস্তবায়ন না করায় রিট পিটিশনকারী হাইকোর্টের এই বেঞ্চে রিভিউ প্রার্থনা করেন।