সমাজ ও মানবতার সেবা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে গুণীজন সংবর্ধনা পদক পেতে যাচ্ছেন হাজী মোঃ কাউছ মিয়। ৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৩টায় চাঁদপুর শিল্পকলা একাডেমীতে চাঁদপুর প্রেসক্লাবের গৌরবের ৪৪ বছর পূর্তি ও ২০১৫ সালের কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে তাঁকে উক্ত সংবর্ধনা প্রদান করা হবে। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
উল্লেখ্য, চাঁদপুরের যে ক’জন খ্যাতিমান কৃতী সন্তান সারাদেশে তথা সারাবিশ্বে চাঁদপুরকে উজ্জ্বল করে তুলে ধরেছেন তার মধ্যে হাজী মোঃ কাউছ মিয়া অন্যতম। চাঁদপুরের কৃতী সন্তান হিসেবে পর পর ৭ বার দেশের শ্রেষ্ঠ আয়করদাতা মনোনীত হয়ে ৮টি রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্তির বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন (২০০৭-২০১৩ পর্যন্ত )। পেয়েছেন ব্যবসায়ীদের সর্বোচ্চ সম্মান সিআইপি মর্যাদার ট্যাক্সকার্ড। তাতে চাঁদপুরবাসী গর্বিত। ১৯৫০ সাল থেকে দীর্ঘ ৬৪টি বছর যাবৎ সফল ব্যবসার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও গরিব-দুঃখী মানুষের সেবা করে আসছেন। দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের চিকিৎসা সেবা ও খাদ্য সহায়তা করেছেন। বর্তমানে তার বয়স ৮৪ বছর। বাংলাদেশের প্রবীণ ও স্বনামধন্য এ ব্যবসায়ী মানবসেবা ও রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্তির একক বিরল দৃষ্টান্ত স্থাপন করায় তাঁকে গুণীজন সংবর্ধনা পদকের জন্য চাঁদপুর প্রেসক্লাব এবার মনোনীত করেছে।