এম. সাখাওয়াত হোসেন মিথুন
চাঁদপুর প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদুল আলম ও সাধারণ সম্পাদক শরিফ চৌধুরী নির্বাচিত হওয়ায় হাজীগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মনির ও সাধারণ সম্পাদক কামাল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিদায়ী সভাপতি কাজী শাহাদাত ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী যেভাবে সকল সাংবাদিকদের ঐক্য বদ্ধ রেখে প্রেসক্লাবকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যদিয়ে এগিয়ে নিয়ে গেছেন অভিনন্দন বার্তায় সে জন্য তাদের ধন্যবাদ জানানো হয়। তারই ধারাবাহিকতায় দায়িত্ব প্রাপ্ত নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক এ অগ্র যাত্রাকে অব্যাহৃত রেখে জেলার সকল সাংবাদিকদের মাঝে ঐক্যের সেতু বন্ধন সৃষ্টি করে সাংবাদিকদের কল্যাণে কাজ করবেন বলে আমরা আশাবাদি।