চাঁদপুর: চাঁদপুর প্রেসক্লাবের ৫০বছর পূর্তি সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে করোনাকালীন সময়ে চাঁদপুর জেলা পুলিশের নেতৃত্বদানকারী পুলিশ সুপার (এসপি) মো. মাহবুবুর রহমান পিপিএম (বার) কে প্রেসক্লাব পদক-২০২০ প্রদান করা হয়েছে।
প্রেসক্লাব আয়োজিত মুল অনুষ্ঠানের দিন তিনি পেশাগত কাজে উপস্থিত সম্ভব না হওয়ার কারণে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বাবুরহাট পুলিশ লাইনস্ এ জেলা পুলিশ কর্তৃক মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এই পদক প্রদান করা হয়।
পুলিশ সুপারকে পদক পরিয়ে দেন উদযাপন কমিটির পক্ষে ২০২০ সালের প্রেসক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) গিয়াস উদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ।
এছাড়াও উত্তলীয়, ক্রেস্ট, কোটপিন ও সনদপত্র এসপির হাতে তুলে দেন প্রেসক্লাবের বর্তমান সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাবেক সাধারণ মির্জা জাকির ও সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধর।
এছাড়াও পদোন্নতি জনিত বদলির কারণে পুলিশ সুপারকে প্রেসক্লাবের পক্ষ থেকে সকল পর্যায়ের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।
চাঁদপুরনিউজ/এমএমএ/