রফিকুল ইসলাম বাবু ।
চাঁদপুরের ফরিদগঞ্জে সন্ত্রাস ও নাশকতা মামলায় ১৩ বিএনপি ও জামায়াত নেতা কর্মীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত । আজ দুুপুরে ওই নেতা কর্মীরা বিচারিক হাকিম কফিল উদ্দিনের আদালতে হাজির হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন । এর আগে মামলার মোট ৫০ জন আসামীর মধ্যে ১৩ জন আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন । গত ২০১৩ সালের ২৫ অক্টোবর সরকার বিরোধী আন্দোলনে বিএনপি নেতা কর্মীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগের ত্রি-মুখি সংঘর্ষে ৩ জন নিহত হন । পরে পুলিশের উপ পরিদর্শক সিরাজুল ইসলাম বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন ।