চাঁদপুর ফরিদগঞ্জ সেতু জনস্বার্থে টোল বন্ধের জন্য ফরিদগঞ্জ আসনের সাবেক এমপি লায়ন হারুন ও জেলা আওয়ামীলীগের সভাপতি এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া যোগাযোগ মন্ত্রনালয়ে ডিউ লেটারের মাধ্যমে চিঠি দেয়ার পর টোল বন্ধের সিদ্ধান্ত হলেও তা বাস্তবায়ন হয়নি। নতুন করে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ইজারাদার মোরশেদ আলমের কাছে টোল আদায়ের জন্য দায়িত্ব বুঝিয়ে দেন চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগ। জানা যায়, চাঁদপুর-ফরিদগঞ্জ সেতু ২০০৫ সালে তৈরি হওয়ার পর থেকে টোল আদায় করা হচ্ছে। এই সেতুর উপরদিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন যাতায়াত করছে। প্রতিবছর ঠিকাদাররা টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ হারে ডাক নেয়ার কারনে বিভিন্ন যানবাহনের টোল বেড়ে যাওয়ায় যাত্রীদের কাছ থেকে অধিক টাকা হাতিয়ে নিচ্ছে যানবাহন গুলো। টোল বন্ধের জন্য জনগন বেশ কয়েকবার সড়ক ও জনপথ বিভাগে, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারক লিপি এবং মানববন্ধন করার পর টনক নড়ে সংশ্লিষ্ট বিভাগের। ফরিদগঞ্জের দু’ এমপি টোল বন্ধের জন্য যোগাযোগ মন্ত্রালয়ের বরাবর চিঠি লেখার পর জনস্বার্থে টোল বন্ধের দেখা মেলিনি। সড়ক ও জনপথ অফিস সূত্রে জানা যায়, ২০০৫ সালে নির্মিত চাঁদপুর সেতুর নির্মান খরচ মোট ১৮ কোটি ১২ লাখ টাকা। ২০১৪ জুন এপ্রিল পর্যন্ত টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ঠিকাদারের কাছ থেকে ১৬ কোটি ১৭ লাখ ২২ হাজার টাকা নেয়া হয়েছে। টোল বন্ধের জন্য যোগাযোগ মন্ত্রনালয়ে প্রস্তাব পাঠানোর পর সেখান থেকে চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগের কাছে মোট খরচ ও আয়ের তথ্য জানতে চায়। সে আলোকে প্রতিবেদন জমা দেয়ার পর যোগাযোগ মন্ত্রনালয় পূনরায় নতুন করে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে টোল আদায়ের সিদ্বান্ত নেয়। ৬ বার টেন্ডার হওয়ার পর সর্বশেষ ২০১৪ সালের ১৯ জুন মোঃ মোরশেদ আলমের সর্বোচ্চ প্রস্তাব অনুযায়ী ৩ কোটি ৯০ লক্ষ ৩১ হাজার টাকা আয়কর ও ভ্যাটসহ নিয়ে তাকে হস্তান্তর করা হয়। কয়েক জন বাস, সিএনজি ও ট্রাক চালক জানায়, চাঁদপুর ফরিদগঞ্জ টোল প্রতি বছর বেড়ে যাওয়ার কারনে যাত্রীদের মাঝে এর প্রভাব পড়ার কারণে খরচের মাত্রা বেড়ে যায়। চাঁদপুর সেতুতে মিনি বাস/ট্রাকটার/কোস্টার বাবদ ৫৫ টাকা, মাইক্রো বাস/পিকআপ বাবদ ৪০ টাকা, কার/জিপ ২৫ টাকা, বেবি টেক্সি/অটো রিক্সা ১৫ টাকা, মটর সাইকেল ৫ টাকা, ট্রাক ১৭০ টাকা, বাস ১৭০ টাকা, লরি ১৭০ টাকা, ট্রাক্টার(ট্রলিসহ) ১৭০, কন্টেনার বাহী ট্রেইলর ৯০০ টাকা। সড়ক ও জনপথ বিভাগের কাছ থেকে ভাড়া নির্ধারন করে দেয়া হলেও ইজারাদাররা তারচেয়ে বেশী টোল আদায় করছে। ইজারা দারের দায়িত্বে থাকা লোকজন টোলের টাকা নিয়ে রশিদ না দেয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্বে। সরজমিনে ঘটনা স্থলে দেখা যায়, চাঁদপুর সেতুতে রশিদে লেখা নির্ধারিত টোলের টাকা চেয়েও তারা কিছুটা বেশী নিয়ে চালকদের রশিদ না দেয়ার দৃশ্য চোখে পড়ে। চালকদের কথার সত্যতা অনেকটা ধরা পরে। চাঁদপুর জেলা আইন শৃঙ্খলা সভায় দূর্যোগ ও ত্রান ব্যাবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবীক্রম, চাঁদপুর ৪ আসনের এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, জেলা প্রশাসক ও সকল সরকারী কর্মকর্তাদের উপস্থিতিতে চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধের বিষয়ে ব্যাপক আলোচনা হয়। শুধু তাই নয়, জেলার প্রতিটি সভায় এ বিষয়টি গুরুত্ব পেয়ে আসছে। এরপরেও কর্তৃপক্ষের টনক নড়েনি।
শিরোনাম:
আরও সংবাদ
বন্যা দুর্গতদের মাঝে জেলা প্রশাসকের খাদ্য সামগ্রী বিতরণ
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন... বিস্তারিত
ফেইক নিউজ! পাঠকদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ।
অনলাইন চাঁদপুর নিউজ যা www.chandpurnews.com এবং facebook.com/onlinechandpurnews এই দুটি লিংক হতে প্রচারিত হয়। যেখানে ফেসবুক এ... বিস্তারিত
শ্রমজীবীদের মাঝে স্যালাইন ও পানি বিতরণ করলেন চেয়ারম্যান…
সারাদেশ জুড়ে চলমান তীব্র তাপদাহের মধ্যে ব্যক্তিগত উদ্যোগে বাবুরহাটের মতলব রোড ও চাঁদপুর... বিস্তারিত
ফরিদগঞ্জে কুকুর বাঁচাতে গিয়ে মারা গেলেন অটোচালক
চাঁদপুরের ফরিদগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দেয়ালে ধাক্কা লেগে... বিস্তারিত
বিশ্ব ইজতেমায় ‘মানবতার ফেরিওয়ালা’ মালয়েশিয়ান ইবিট লিও
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় অংশ নেন, মালয়েশিয়ার ‘মানবতার ফেরিওয়ালা’ ইবিট লিও। বিশ্ব... বিস্তারিত
পেঁয়াজের দাম বাড়ল কেজিতে ২০-৩০ টাকা
দেশে আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ এরই মধ্যে ঘরে তুলেছেন কৃষক। মূল মৌসুমের পেঁয়াজ বাজারে আসতে... বিস্তারিত
রমজান মাসে প্রাথমিকে ক্লাশ ১০ দিন, মাধ্যমিকে ১৫…
আগামী রমজান মাসের প্রথম ১০ দিন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা রাখার সিদ্ধান্ত... বিস্তারিত
পরকীয়ায় নাশ সংসার
দেশে বিয়ের হার বৃদ্ধির পাশাপাশি বিবাহবিচ্ছেদ বা তালাকও বেড়েছে। বিবাহবিচ্ছেদের প্রধান দুটি... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।