রফিকুল ইসলাম বাবু
চাঁদপুর নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাহার মিয়ার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর পৌর এলাকার বকুলতলা রোড থেকে ৩২ শ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করে,ঘটনাস্থল থেকে আরও দুই ইয়াবা ব্যবসায়ী পালিযয়ে যায়।
জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে রাত দুইটায় চট্টগ্রাম থেকে আসা বকুলতলায় পিকাববেন তল্লাশি করে ৩২ শ পিস ইয়াবা তিনটি মোবাইল ও নগদ ৫হাজার ৭টাকা উদ্ধার করে পিকআপ গাড়িসহ নিযয়ে আসে নতুনবাজার পুলিশ ফাঁড়িতে। ঘটনাস্থল থেকে আরও দুই ইয়বা ব্যবসায়ী পালিযয়ে যায় এরা হলেন যমুনা রোডের ইরফান খান ও মামুন। আটককৃতরা হলেন চাঁদপুর শহরের বড় স্টেশনের কবরস্থান রোড এলাকার মাসুদ সরদার, যমুনা রোডের হানিফ খান, পাইলট হালদের হিজবুল্লাহ মাতাব্বর। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে ।