রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের পাশের ঢালী বাড়ী এলাকা থেকে একটি বাড়ির বাঁশ ঝাড় থেকে বুধবার রাতে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতদেহের মাথা বাঁশঝাড়েরর রাস্তার উপর এবং দেহ রাস্তার ঢালু অংশে পড়ে ছিল। মৃত ব্যক্তির গলা মাফলার দিয়ে পেঁচানো থাকলেও মুখ থেকে জিভ বের করা ছিল না। তার পরিধানে সুয়েটার, সার্ট ও লুঙ্গি ছিল। মৃতের মাথার পাশেই তিনটি সেন্ডেল পড়ে ছিল। তার ডান চোখ থেকে রক্ত নির্গত হয়েছে। স্থানীয় একজন মহিলা প্রথমে লামটি দেখতে পেয়ে অন্যদের জানায়। পরে পুলিশে খবর দেয়া হলে রাত সাড়ে ১০’টার দিকে চাঁদপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায নিয়ে যায়। ধারনা করা হচ্ছে, বৃদ্ধকে শ্বাসরোধ করে হত্যা করে সেখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। খবর পেয়ে শত শত উৎসুক মানুষ লাশটি দেখার জন্য এসে ভিড় জমায়। চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অনুপ বড়–য়া বলেন, লোকটিকে কিভাবে হত্যা করা হয়েছে তা এখনি বলা সম্ভব নয়। তদন্ত শেষে বলা যাবে। মরদেহ আজ ময়না তদন্ত করা হবে।