মো. রফিকুল ইসলাম বাবু ঃ
চাঁদপুর শহরের ট্রাকরোড বটতলা খান সড়কের তাহের পাটওয়ারীর বাড়িতে বুধবার রাতে ১০ লক্ষ টাকার জন্য নববধু রাহি আক্তার (২২) কে পিটিয়ে হত্যা করেছে বলে দাবী করেছে নিহতের পরিবার। জানা যায়, চলতি বছরের ২৮ জুলাই হাজীগঞ্জ উপজেলার টোরাঘর গ্রামের মোহাইমেন ভূঁইয়ার কন্যা রাহি আক্তারের সাথে চাঁদপুর শহরের বটতলা খান সড়কের তাহের পাটওয়ারীর ছেলে মামুন পাটওয়ারীর সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। নিহতের পিতা মোহাইমেন ভূঁইয়া, মামা মনির হোসেন ভূঁইয়া, খালু জাহাঙ্গীর আলম, চাচা মিজান ও চাচী তাসলিমা বেগম আজ দুপুরে চাঁদপুর নিউজ ডট কম কে জানায়, বিয়ের পর থেকে বৌ-ভাতের অনুষ্ঠান করবে বলে মামুন, মামুনের পিতা তাহের পাটওয়ারী, বোন মুনমুনসহ পরিবারের লোকজন ১০ লক্ষ টাকার জন্য রাহিকে বেশকিছু দিন যাবত শারিরিক ও মানসিকভাবে নির্যাতন করত। ছেলেকে মেয়ের সুখের জন্য বিয়ের সময় নগদ আড়াই লক্ষ টাকা দেওয়া হয়েছে। তারপরও ১০ লক্ষ টাকার জন্য রাহির উপর উপর অত্যাচার করত। তারা আরোও জানায়, ঘটনার দিন সকালে মামুন ও পরিবারের অন্যান্যরা রাহিকে হত্যা করে বাড়ির সিড়ির নিচে ফেলে রাখে। পরে রাহির স্বামী মামুন নিজ কর্মস্থল ঢাকায় চলে যায়। রাহি আত্মহত্যা করেছে কিনা তাদের কাছে জানতে চাইলে তারা জানায়, রাহি চাঁদপুর সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী। রাহিকে শ্বশুড় বাড়ির লোকজন হত্যা করে এ আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আজ বৃহস্পতিবার দুপুরে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়।