চাঁদপুর : চাঁদপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি (রেজিঃ নং-চট্ট ১৬৮৮) ২০১৩-২০১৫ইং সালের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১১টায় চাঁদপুর রোটারী ক্লাব মিলনায়তনে নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা মুনমুন গার্মেন্টের সত্বাধিকারী হাসান আহমেদ দুলালের পরিচালনায় ইসলামিয়া বস্ত্রালয়ের সত্বাাধিকারী ও ভারপ্রাপ্ত আহবায়ক কামরুল ইসলাম নব-নির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
নব নির্বাচিত কমিটির সভাপতি আনোয়ার হোসেন বাবুলের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক আঃ মোতাল্লেব মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা হাসান আহম্মেদ দুলাল, মোঃ জাহাঙ্গীর আলম ভুঁইয়া, যুগ্ম আহবায়ক মোঃ কামরুল ইসলাম, মোঃ তাজুল ইসলাম লিমন প্রমূখ। পরিচিতি সভা শুরুতে কোরআন তেলাওয়াত ও ব্যবসায়ী মালিক সমিতির যে সকল সদস্য মৃত্যু বরণ করেছেন তাদের আত্মার রুহের মাগফেরাত কামনা করেন মোঃ আলী হোসেন। গীতা পাঠ করেন প্রদীপ রায়।
২০১৩-১৫ইং সনের নব নির্বাচিত কার্যকরি কমিটির সদস্যরা হলেন: সভাপতি মোঃ আনোয়ার হোসেন বাবুল, সহ-সভাপতি শাহ্ আলম খান, তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মিলন, যুগ্ম সম্পাদক মির্জা আমিনুল ইসলাম মানিক, কোষাধ্যক্ষ কাজী গোলাম হোসেন, সাংগঠনিক সম্পাদক রনজিত রায়, দপ্তর সম্পাদক মাইনুদ্দিন পাটওয়ারী, কার্যকরি সদস্য মির্জা আনিছুল হক, আইয়বু খান ও সাখাওয়াত হোসেন পলাশ।
শিরোনাম:
রবিবার , ১৫ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।