মিজান লিটন ॥ চাঁদপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির নির্বাচনে ৯টি পদে ২২ জন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাত ৮টা থেকে ১০ টা পর্যন্ত মীর শপিং কমপ্লেক্সে মীম ফেব্রিক্সে প্রার্থী প্রধান নির্বাচন কমিশনার জাহাঙ্গীর আলম ভূইয়া, সহকারি নির্বাচন কমিশনার আলমগীর খান, রোকনউদ্দিন ভূইয়া, জিয়াউল হক কাজল ও বিল্লাল হোসেনের কাছে প্রার্থীরা পছন্দের প্রতীক সংগ্রহ করে। ১৮৩ ভোটের জন্য এ ৯টি পদে ২২ জন প্রতিদ্বিতা করছেন।
বস্ত্র ব্যবসায়ী সমিতির নির্বাচনের প্রার্থীদের প্রতীকগুলো হলো–
সভাপতি পদে আনোয়ার হোসেন বাবুল (চেয়ার মার্কা) ও শরিফ পাটোয়ারী ( ছাতা মার্কা)। সিনিয়র সহ-সভাপতি রনজিৎ রায় ( ঘড়ি মার্কা) ও বাদল চন্দ্র সাহা (মাছ মার্কা)। সহ-সভাপতি মাইনুল ইসলাম পাটোয়ারী (জগ মার্কা) ও সরদার মো. আজিজ টেবিল মার্কা)। সাধারণ সম্পাদক আ. মোতালেব মিলন (গোলাপ ফুল মার্কা) ও শাখাওয়াত হোসেন বাবর (উড়োজাহাজ মার্কা)। সহ-সাধারণ সম্পাদক শাখাওয়াত পলাশ (মই মার্কা) ও মো. আমিনুল ইসলাম (টচ্ লাইট মার্কা)। সাংগঠনিক সম্পাদক মো. দুলাল হোসেন (আপেল মার্কা) ও তাজুল ইসলাম (আম মার্কা)। দপ্তর সম্পাদক কাজী গোলাম হোসেন (কূড়েঘর মার্কা) ও মো. সোহেল (কাপ পিরিজ মার্কা)। কোষাদক্ষ বিল্লাল হোসেন ভূইয়া (পানির বোতল মার্কা) ও মো. ইসমাইল খান (খেজুর গাছ মার্কা)। সদস্য মোহাম্মদ আলী (কলস মার্কা), সিরাজুল ইসলাম (হরিণ মার্কা), সাইদুল ইসলাম বাধন (প্রজাপতি মার্কা), আবু জাফর মোল্লা (টিউবয়েল মার্কা), আনোয়ার হোসেন দুলাল (কবুতর মার্কা) ও আসিস মজুমদার (হাতি মার্কা)।
উল্লেখ্য-আগামী ২০ নভেম্বর শুক্রবার (২০১৫-২০১৭) ২ বছরের জন্য ভোট গ্রহণের মাধ্যমে কমিটি গঠন করা হবে। ওই দিন সকাল ৮ টা হতে ১২ টা, নামাজের জন্য ২ ঘন্টা বিরতি শেষে পুনরায় দুপুর ২ টা হতে ৪ টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ চলবে। এদিনই ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। সমিতির নিয়ম অনুযায়ী সমিতির অন্তভুক্ত সদস্যগণ ভোটার তালিকা অনুযায়ী ১ টি মাত্র ভোট প্রদান করতে পারবেন।