রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদি ইউনিয়নে স্বামীর নির্যাতন সইতে না পেরে স্ত্রী শারমিন বেগম (২২)ি বষ পানে আত্বহত্যা করেছে। আজ সোমবার সকালে বাগাদি ইউনিয়নের পশ্চিম সকদি গ্রামের তাহের শেখ বাড়িতে এই ঘটনা ঘটে। গুরুত্তর মুহূর্ষ অবস্থায় শারমিন বেগমকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়ার পরে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তার অবস্থা আশঙ্খাজনক দেখে কুমিল্লা হাসপাতালে রেফার করে। কুমিল্লায় নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে স্বামীর পরিবার সূত্রে জানা যায়। পরে তাকে মৃত্যু অবস্থায় স্বামীর বাড়িতে নিয়ে আসে হয়েছে। জানা যায়, শেখ বাড়ির তাহের শেখের ছেলে আফজাল শেখ(২৫) গত ৪ মাস পূর্বে প্রেম করে মতলব দক্ষিন নউলা গ্রামের প্রবাসী স্ত্রী শরমিন বেগমের সাথে পরকিয়া প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করে। এই ঘটনা মেয়ের বাবা ও মা মেনে নেয়নি। আফজাল শেখ তাকে বিয়ে করে তার বাড়িতে এনে যৌতকের টাকা এনে দেওয়ার জন্য শারমিন বেগমকে চাপ দিতো।রবিবার রাতে তাকে মারধর করার পরে শরমিন তার মাকে ফোন করে জানায়। পরে স্বামীর নির্যাতন সইতে না পেরে স্ত্রী শারমিন বেগম বিষ পানে আত্বহত্যা করেছে বলে তার মা অভিযোগ করেছে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ময়নাতদন্ত করার জন্য থানায় নিয়ে আসে। ঘটনার পরেই স্বামী আফজাল শেখ বাড়ি থেকে পালিয়ে যায়। এই ঘটনায় স্বামীর বিরুদ্ধে মামলা করার প্রস্থতি নিচ্ছে বলে জানা যায়।